Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণভবনে ৮৮ সাবেক পুলিশ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ৭:৫১ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের সাবেক ১৫ মহাপরিদর্শকসহ (আইজিপি) ৮৮ জন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সাবেক পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও শেখ হাসিনা সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গণভবনে এসেছেন।

গণভবনে ৮৫ সাবেক পুলিশ কর্মকর্তাবৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানে সরকারের সাবেক এই কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করতে গণভবনে উপস্থিত হন।

 

সংহতি প্রকাশকারীদের মধ্যে সাবেক আইজিপি ছাড়াও অন্যন্য অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পিএসপি অফিসার একজন, সাবেক অ্যাডিশনাল আইজিপি ১৯ জন, ডিআইজি ২৪ জন, অ্যাডিশনাল ডিআইজি ৩ জন, এআইজি ও পুলিশ সুপার ১১ এবং অতিরক্তি পুলিশ সুপার ১৫ জন রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণভবন

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ মার্চ, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ