Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বেচ্ছামৃত্যুতে সম্মত ভারতের সুপ্রিম কোর্ট

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্বেচ্ছামৃত্যু নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। খবরে বলা হয়, গাইডলাইন মেনে স্বেচ্ছা মৃত্যুতে সর্বোচ্চ আদালত সম্মতি দিয়ে বলেছে, সম্মানজনক মৃত্যু জীবনের অধিকার উল্লেখ করে গতকাল শুক্রবার সর্বোচ্চ আদালতে মন্তব্য করা হয়। তারপরেই ওই রায় ঘোষণা করা হয়। যতদিন পর্যন্ত স্বেচ্ছামৃত্যু বিষয়ে নির্ধারিত কোনো নতুন আইন প্রণয়ন করা না হবে ততদিন পর্যন্ত গাইডলাইন মেনে স্বেচ্ছা মৃত্যুতে সম্মতি দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ শুক্রবার বলেছে সম্মানজনক মৃত্যু অনুমোদনযোগ্য। এ বিষয়ে উপযুক্ত আইন প্রণয়নেরও নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। পাশাপাশি স্বেচ্ছা মৃত্যু নিয়ে আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত এই গাইডলাইনই বহাল থাকবে বলেও হয়েছে জানানো। স্বাভাবিক অবস্থায়, সুস্থ মস্তিস্কে একজন মানুষ স্বেচ্ছামৃত্যুর জন্য আগে থেকেই অনুমতি চেয়ে রাখতে হবে। যদি তিনি কখনো তেমন কোনো পরিস্থিতি পড়েন তখন তাকে স্বেচ্ছামৃত্যু গ্রহণ করতে হলে রাষ্ট্র যেন অনুমতি দেয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ