Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসরাইলের কালো আইনের প্রতিবাদ ফিলিস্তিনিদের

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জেরুজালেমে ফিলিস্তিনিদের বসবাসের অধিকার কেড়ে নিতে বিতর্কিত আইন ইসরাইলের পার্লামেন্ট নেসেটে পাস হওয়ার খবরে প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনীরা। নতুন এ আইন অনুযায়ী, কোনো ফিলিস্তিনি ইসরাইলকে রাষ্ট্র হিসেবে অস্বীকার করলেই তাকে জেরুজালেমে বসবাস নিষিদ্ধ করতে পারবে কর্তৃপক্ষ। একই সঙ্গে মিথ্যা তথ্য প্রদান ও অপরাধ কর্মে জড়িত থাকার বিবেচনাতেও ফিলিস্তিনিদের বসবাসের অধিকার কেড়ে নেয়া যাবে। আইনটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবাধ ক্ষমতা প্রয়োগের সুযোগ দেয়া হয়েছে। এমনকি তথ্যের সত্য-মিথ্যা বা অপরাধ-নিরপরাধ চিহ্নিত করার ক্ষেত্রে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়ে দেরি টুইটারে এক বিবৃতিতে বলেন, এ আইনের আওতায় ইসরাইলিদের নিরাপত্তার সুরক্ষা দিতে পারবেন তিনি। এদিকে আইনটিকে চরম বর্ণবাদী উল্লেখ করেছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)। এক বিবৃতিতে পিএলও জানিয়েছে, জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের বসবাসের অধিকার অনৈতিকভাবে কেড়ে নেয়া এবং নিজেদের শহরে বসবাসরত ফিলিস্তিনিদের অধিকার বঞ্চিত করার মধ্য দিয়ে ইসরাইল সরকার আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে ।
আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ