মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ায় কুর্দি জঙ্গিদের লাগাম টেনে ধরার জন্য যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করতে দেশটি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গত ১৫ ফেব্রুয়ারি এরদোগান ও অন্যান্য তুর্কি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট রেক্স টিলারসন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক বাহিনী (এসডিএফ) আফরিন প্রদেশে তুর্কি সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য ১,৭০০ জন যোদ্ধা পাঠাচ্ছে- চলতি সপ্তাহে এমন একটি রিপোর্ট প্রকাশ পাওয়ার পর এরদোগান এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তুর্কি সীমান্ত অঞ্চলে কুর্দিদের আধিপত্য বিস্তার ঠেকাতে জানুয়ারি মাস থেকে দেশটির সৈন্যরা অভিযান পরিচালনা করছে। স্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে এরদোগান বলেন, ‘আপনি আমাদের বন্ধু বলে অনুমিত হয়। কিন্তু এটা কী ধরনের বন্ধুত্ব? আপনি আমাদের মিত্র বলে অনুমিত হয়, আমরা ন্যাটোতে একসঙ্গে কাজ করছি কিন্তু তারা সেটি অস্বীকার করছে।’ অপরদিকে, যৌনতামূলক মন্তব্যের জন্য কিছু ইসলামি লেখকদের কঠোর সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, বর্তমান ঐতিহাসিক ও সামাজিক অবস্থার সঙ্গে ধর্মীয় অনুশীলনকে মানিয়ে নিতে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে। এ ব্যাপারে তিনি ধর্মীয় বিষয়ক অধিদপ্তর (দিয়ানেট)কে আহ্বান জানিয়েছেন। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আঙ্কারাতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, এমন কিছু প্রান্তিক লোক রয়েছেন- যাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের, আমাদের ধর্মের মূল্যবোধের অবমাননা করা। এসব লোকদের কথাকে গ্রাহ্য করা আমাদের উচিৎ হবে না। নারীর বিরুদ্ধে সহিংসতা নিয়ে রক্ষণশীল ‘সোশ্যাল ফ্যাব্রিকেশন ফাউন্ডেশন’ এর প্রধান নুরেদ্দিন ইলদিজের একটি বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে এরদোগান এসব কথা বলেন। গত ৩ মার্চ, অনলাইনে একটি ভিডিও পোস্টে ইলদিজ বলেন, ‘নারীদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ আল্লাহ নারীদের পেটানোর জন্য এবং শান্ত হওয়ার জন্য পুরুষ অনুমতি দিয়েছেন।’ ইলদিজের বিরুদ্ধে ইতোমধ্যে এ বিষয়ে অভিযোগ আনা হয়েছে। এর আগে তিনি আরো কয়েকটি বির্তকিত মন্তব্য করে সমালোচিত হন। তিনি পরামর্শ দিয়েছিলেন যে, ছয় বছর বয়সী একজন শিশু অন্যান্য শিশুদের বা প্রাপ্তবয়স্কদের বিয়ে করতে পারে। এছাড়াও, আরো বলেছিলেন যে, পুরুষ ও নারীদের একত্রে লিফ্টে আরোহন করা উচিৎ নয়। প্রকাশ্যে ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আঙ্কারার পাবলিক প্রসিকিউটরের অফিস ইলদিজের বিরুদ্ধে একটি অপরাধমূলক অভিযোগ দায়ের করেছে। আল মনিটর, ডেইলি সাবাহ নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।