রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : নেছারাবাদে নিখোঁজের দু‘দিন পর উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের খায়েরকাঠি গ্রামের হাজী বাড়ী সংলগ্ন খাল থেকে মোঃ মাহফুজ (১৬) নামে এক দিন মজুর যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে খবর পেয়ে একই ইউনিয়নের সংগীতকাঠি গ্রামের কালাম নামে এক দিন মজুর এসে লাশটি শনাক্ত করে নিজের সন্তান বলে পরিচয় দিয়েছেন। লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানোর ব্যবস্থা নিচ্ছেন।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি) কে,এম তারিকুল ইসলাম বলেন, যেহেতু লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাবেনা।
মাহফুজের পিতা কালাম জানান, গত বুধবার রাতে দিনের কাজ সেরে ছেলে বাসায় আসে। সন্ধ্যার পরে সে বাসা থেকে বের হয়। রাতে বাড়ী ফেরার সময় খায়েরকাঠি গ্রামের রাস্তার একটি কালর্ভাটের উপর বন্ধুদের সাথে বসে ছেলেকে আড্ডা দিতে দেখেন। এসময়, ছেলেকে বাড়ী আসার জন্য ডাক দিলে পরে আসবে বলে পিতাকে বিদায় দেন। রাতে ছেলে মাহফুজ বাসায় না ফেরায় সকাল থেকে গত দু‘দিন পর্যন্ত তাদের আত্মীয় স্বজনদের বাড়ী বাড়ী ছেলের খোঁজ নেন। এমনকি এসময় ছেলের সাথে থাকা মোবাইল ফোনে একাধিক বার ফোন দিয়ে খবর নিতে চাইলেও ফোন বন্ধ পাওয়া যায়। পরে শুক্রবার সকালে ভাসমান লাশের খবর পেয়ে ছুটে এসে লাশটি নিজের ছেলে বলে শনাক্ত করেন। এঘটনায় ওই দিনমজুর পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।