বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের ফুলবাড়ীতে গত শুক্রবার সকাল সাড়ে ১১টায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৮ই মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেতদিঘী ইউনিয়নের চৌরাইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজ্ঞান অবস্থায় এক বৃদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখলে ইউপি সদস্য আলী আকবরকে খবর দেন।
ইউপি সদস্য ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কিন্তু একদিন পেরিয়ে গেলেও লাশটির কোন ওয়ারিশ না পেয়ে পরেরদিন অর্থাৎ শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে জানানোর পর পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে চৌরাইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানায়, তিনি বিদ্যালয় ছুটির পরে বাড়ী যাবার সময় অজ্ঞান অবস্থায় বৃদ্ধ লোকটিকে দেখতে পেয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্যকে কে জানান।
ইউপি সদস্য আলী আকবর বলেন, প্রধান শিক্ষক তাকে খবর দিলে তিনি ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার গুপ্ত তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবিব বলেন হাসপাতাল কর্তৃপক্ষ খবর দিলে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট এর জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে মনে করছেন,মৃত ব্যক্তির আনুমানিক ৬০-৬৫ বছর বয়স হতে পারে বলেও জানান তিনি। রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।