মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নারী কূটনীতিকদের সংখ্যা বাড়ানোয় অগ্রাধিকার দিচ্ছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রনীতির বিভিন্ন পর্যায়ে নারী কূটনীতিকদের তৎপরতা চোখে পড়ার মতো।
তুরস্ক প্রথম নারী কূটনীতিক নিয়োগ দেয় ১৯৮২ সালে। ৪৩ বছর বয়সী ফিলিজ ডিন্সমেনকে তখন নেদারল্যান্ডসের দূত হিসেবে নিয়োগ দেয়া হয়। এর পর ধীরে ধীরে হলেও দেশটির পররাষ্ট্রনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়তে থাকে।
বিভিন্ন দেশে তুরস্কের ২৫৫ দূতাবাসে ৫১ নারী কূটনীতিক রয়েছেন। ২০১২ সালে এই সংখ্যা ছিল মাত্র ২২ জন। গত পাঁচ বছরের ব্যবধানে তা দ্বিগুণ হয়ে গেছে।
ঘানা, উগান্ডা, মেসিডোনিয়া, বলিভিয়া, কুয়েত, মালটা, নামিবিয়া, মালয়েশিয়া, চিলি ও স্লোভাকিয়ায় নারীদের কূটনীতিক হিসেবে নিয়োগ দিয়েছে তুরস্ক।
দেশটির আনাদুলু সংবাদ সংস্থা জানায়, কেবল কূটনীতিতেই নারীদের অংশগ্রহণ বাড়ছে না। স্থানীয় রাজনীতিতেও তারা সক্রিয় ভূমিকা রাখছেন।
তুরস্কের অর্থনৈতিক নীতি গবেষক ফাউন্ডেশন (টিইপিএভি) জানিয়েছে, দেশটিতে গত পাঁচ বছরে লিঙ্গভিত্তিক বৈষম্য কমে গেছে। কর্মস্থলে নারীরা ভালোভাবেই জড়িয়ে পড়ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।