Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বর্ণ্যাঢ্য উদ্বোধনের অপেক্ষায়

রাত পোহালেই চূড়ান্ত পর্ব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সব আয়োজন সম্পন্ন। এখন বাকি বাংলাদেশ যুব গেমসের চুড়ান্ত পর্বের পর্দা উঠার। এ অপেক্ষার অবসান ঘটছে একদিন পরেই। উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে যুব গেমসের চূড়ান্ত পর্বের বর্ণ্যাঢ্য উদ্বোধন হচ্ছে আগামীকাল। এদিন বিকাল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ যুব গেমস চূড়ান্ত পর্ব শুরুর আগে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ছাড়াও উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন এবং দু’উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও আজাদুজ্জামান কোহিনুর। সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘যুব গেমস শেষ হওয়ার পর বাছাইকৃত খেলোয়াড়দের বিষয় নিয়ে আমরা বসবো। বিভিন্ন ফেডারেশনের মাধ্যমে এই ক্রীড়াবিদদের উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’
ভবিষ্যতের ক্রীড়াবিদ খুঁজে বের করে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতেই যুব গেমসের আয়োজন বলে জানান বশির আহমেদ, ‘প্রায় সাত হাজার ক্রীড়াবিদ নিয়ে ৮ জানুয়ারি শুরু হয়েছিল যুব গেমসের বিভাগীয় পর্বের খেলা। যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত পর্বে ২১টি ডিসিপ্লিনে দু’হাজার ৬৬০ জন ক্রীড়াবিদ অংশ নেবেন। চূড়ান্ত পর্বে একশ’ ৫৯টি ইভেন্টে এক হাজার ১১০টি পদকের জন্য লড়বেন ক্রীড়াবিদরা। যার মধ্যে ৩৪০টি করে স্বর্ণ ও রুপা এবং ৪৩০টি ব্রোঞ্জপদক রয়েছে। ২১টি ডিসিপ্লিনে খেলবেন তারা। এগুলো হলো- অ্যাথলেটিক্স, সাঁতার, ফুটবল, কাবাডি, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, হকি, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি, উশু, শুটিং, আরচ্যারি, ব্যাডমিন্টন, বক্সিং, দাবা, জুডো, কারাতে, তায়কোয়ান্ডো ও স্কোয়াশ।’
চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনে ২১টি ক্রীড়া ফেডারেশনকে দায়িত্ব দিয়েছে বিওএ। ফেডারেশনগুলোর মাধ্যমে অংশগ্রহনকারী ক্রীড়াবিদদের আবাসন সুবিধা, দৈনিক ভাতা বন্টন এবং আসা-যাওয়ার খরচও ইতোমধ্যে দেয়া হয়েছে। তবে কারাতে ফেডারেশনের কোন কমিটি না থাকায় জাতীয় ক্রীড়া পরিষদ একটি নির্দিষ্ট কমিটি গঠন করে দিয়েছে। সেই কমিটিই কারাতে ডিসিপ্লিনের আয়োজন করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অংশ নেয়া ক্রীড়াবিদদের সবাইকে বিওএ’র পক্ষ থেকে দেয়া হয়েছে ট্র্যাকস্যুট এবং বিভাগীয় দলের জার্সি। বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব থেকে সেরাদের খুঁজে বের করতে বিওএ এবং ফেডারেশনসমূহের সমন্বয়ে টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছে। গেমসের মেডিকেল কমিটির কাছে চূড়ান্ত পর্বে বয়স নির্ধারনী পরীক্ষা দিতে হয়েছে ক্রীড়াবিদদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ