বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার ধামরাইয়ের শরীফবাগ এলাকায় নদীর পাড়ে টিটু মিয়া (১৩)নামের এক কিশোরের লাশ আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার চর ধোফাখালী এলাকায় । তার বাবা আলম শেখ পেশায় একজন রিক্সা চালক, ও মা ধানের চাতালে কাজ করেন বলে জানা গেছে।
নিহত টিটু মিয়ার আরো তিন ভাই ও ৩ বোন আছে। তার পরিবার ধামরাই সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক হোসেনের বাড়িতে ভাড়াটিয়া ।
জানা গেছে, উপজেলার শরীফবাগ এলাকায় বংশী নদীর পাড়ে হাজী আক্কাস আলীর ধানের চাতালের পাশে বড়ই গাছের সাথে রশি দিয়ে ফাঁস দেয়া শিশুর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরে এলাকাবাসীর খবর পেয়ে ধামরাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলেও জানা গেছে।
এ বিষয়ে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও নিহতের পরিবার বলেন , ফাঁস দেয়ার বিষয়ে আমরা কিছুই বুঝতে পারছিনা। তবে নিহতের মা বলেন, রাত ৮টার পর টিটু খাবারের কথা বললে সে খাবার না খেয়েই বাহিরে চলে যায়।
পুলিশের উপ-পরিদর্শক এস আই আলামিন শেখ বলেন, স্থানীয় গণ্যমান্য লোকদের সহযোগিতায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।