Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশেকানে মাইজভান্ডারী অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

গত রোববার বাদ মাগরিব আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার মহাসম্মেলন অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের ঐতিহাসিক ভিআইটি চত্বরে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমানে গদিনশীন পীর আলহাজ হজরত মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানি আল মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শরাফ উদ্দিনসহ আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশেন, নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্মেলন উপলক্ষে এদিন নারায়ণগঞ্জে ঐতিহাসিক ভিআইটি চত্বর নারায়ণগঞ্জ জেলার মাইজভান্ডারী ভক্ত-আশেকানগণের মিলনমেলায় পরিণত হয়। লাখো আশেকানের মিলনমেলায় মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর আলহাজ হজরত মাওলানা ছৈয়দ মুজিবুল বশর-আল হাছানি আল মাইজভান্ডারী রোহিঙ্গা মুসলিমদের ওপর নৃশংস নির্যাতনের নিন্দা জানান এবং মানবতাবিরোধী এ নির্যাতন অবিলম্বে বন্ধ করে রোহিঙ্গাদের স্বসম্মানে নিজ দেশে ফেরত নেয়ার জন্য মিয়ানমার সরকারকে আহŸান জানান এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের বৃহত্তর ঐক্যের প্রতি গুরুত্বরোপ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইজভান্ডারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ