Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূকাভিনয় ফেডারেশানের নতুন কমিটি গঠিত

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: নাট্যদল স্বপ্নদলের জাহিদ রিপনকে চেয়ারম্যান এবং চট্টগ্রাম প্যান্টোমাইম মুভমেন্টের রিজোয়ন রাজনকে সেক্রেটারি জেনারেল পদে পুনঃনির্বাচনসহ নতুন কার্যনির্বাহি গঠনের মাধ্যমে দু’দিন ব্যাপী ‘জাতীয় মূকাভিনয় উৎসব ও কাউন্সিল’ শেষ হয়েছে। সারা দেশ থেকে মূকাভিনয় ফেডারেশানভুক্ত দলগুলোর দলপ্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ফেডারেশানের নির্বাহি কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি ইস্রাফিল আহমেদ রঙ্গস (রঙ্গন মাইম একাডেমি), সহ-সভাপতি শফিকুল ইসলাম ডাবলু (পরিবর্তন মাইম একাডেমি), সহ-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুকর্নো (স্বপ্নদল), অর্থ সম্পাদক ধীমান সাহা জুয়েল (শ্রুতি মাইম এন্ড থিয়েটার), সাংগঠনিক সম্পাদক মাসউদুর রহমান (অনাদিকল্প), আন্তর্জাতিক সম্পাদক মীর লোকমান (ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন), প্রশিক্ষণ সম্পাদক শহিদুল হাসান শামীম (মুক্তমঞ্চ নির্বাক দল), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম (ব্রজমোহন থিয়েটার), দপ্তর সম্পাদক মেজবাহ চৌধুরী (সাইলেন্ট থিয়েটার), কার্যকরী সদস্য শাকেরুল হক মারুফ (জেন্টলম্যান প্যান্টোমাইম), খান সফিক (সারথি থিয়েটার) ও শাহারিয়ার শ্ওান (ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন) প্রমুখ। মূকাভিনয় ফেডারেশানের নতুন কমিটির মাধ্যমে বাংলাদেশের মূকাভিনয়চর্চায় নবগতি লাভ করবে বলে আশবাদ ব্যক্ত করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান ও সেক্রেটারি জেনারেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিটি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ