Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসাইল দিয়ে রাশিয়াকে ঘিরে ফেলতে চাইছে : ফোমিন

৪শ’ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা বসানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৫:৪৮ পিএম, ৫ মার্চ, ২০১৮

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন অভিযোগ করেছেন, তার দেশের দোরগোড়ায় ৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে চারদিক দিয়ে ঘিরে ফেলার লক্ষ্যেই এমন পরিকল্পনা করা হচ্ছে। রাশিয়া ২৪ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন আলেকজান্ডার ফোমিন। রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাশিয়াকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা দিয়ে ঘিরে ফেলার লক্ষ্যে বড় ধরনের প্রস্তুতি চলছে। এছাড়া ক্যালিফোর্নিয়া ও আলাস্কায় এরই মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ফোমিন বলেন, রাশিয়ার পরমাণু অস্ত্রের কার্যকারিতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনতেই এসব ব্যবস্থা নিছে যুক্তরাষ্ট্র। পূর্ব ইউরোপের পাশাপাশি জাপান এবং দক্ষিণ কোরিয়ায় মোতায়েন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকেও রাশিয়া বিরোধী বলয়ের আওতায় নিয়ে আসার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে অভিযোগ করেন আলেকজান্ডার ফোমিন। ওয়াশিংটন যখন ইউরোপীয় দেশগুলোতে নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে তখনই রাশিয়ার পক্ষ থেকে এমন অভিযোগ এলো। ২০১৭ সালে রাশিয়ার সীমান্তবর্তী লিথুয়ানিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বাল্টিক প্রজাতন্ত্রগুলোতে ন্যাটো জোটের বিশাল সামরিক মহড়ায় ব্যবহারের জন্য ওই ব্যবস্থা মোতায়েন করা হয়। পোল্যান্ডে অনেক আগে থেকেই প্যাট্রিয়ট মোতায়েন রয়েছে। তবে স¤প্রতি স্টেট অব ন্যাশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার দেশের নতুন প্রটোটাইপ মিসাইল নিয়ে নিয়ে কথা বলেন। তিনি বলেন, এটি দুনিয়ার যে কোনও স্থানে আঘাত আনতে সক্ষম। এছাড়া মিসাইল প্রতিরোধ সিস্টেম দিয়েও এটা শনাক্ত করা যাবে না। এটি দূরপাল্লার এবং দুর্ভেদ্য ও অদম্য। একটি ভিডিওর মাধ্যমে রাশিয়ার ‘তৈরিকৃত’ নতুন ক্ষেপণাস্ত্র এবং পানির তলদেশ দিয়ে চলাচলে সক্ষমতাসম্পন্ন একটি ড্রোন প্রদর্শন করেন তিনি। এ দুই ব্যবস্থার নামকরণ করার জন্য রুশ নাগরিকদের প্রতি আহŸান জানান পুতিন। রুশ প্রেসিডেন্টের ওই ঘোষণার পর মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, পুতিনের অস্ত্র সক্ষমতার ঘোষণায় যুক্তরাষ্ট্র ‘বিস্মিত নয়’। পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট সাংবাদিকদের কাছে দাবি করেন, যে কোনও অস্ত্র প্রতিহত করতে সক্ষম ওয়াশিংটন। ডানা হোয়াইট বলেন, রাশিয়া মার্কিন পর্যবেক্ষণের আওতায় আছে। ফলে পুতিনের ভাষণে যুক্তরাষ্ট্র ভীত নয়। যে আঘাতই আসুক না কেন তা থেকে মার্কিন জাতিকে রক্ষায় প্রস্তুত রয়েছে ওয়শিংটন। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়াকে উদ্দেশ্য করে নয় বলেও দাবি করেন ডানা হোয়াইট। তার দাবি, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হছে দুর্বৃত্ত জাতিগুলোকে প্রতিহত করা। আরটি, আনাদোলু এজেন্সি, পার্সটুডে।



 

Show all comments
  • তপন ৫ মার্চ, ২০১৮, ৬:৩৬ এএম says : 0
    যুদ্ধ নয় আমরা শান্তি চাই।
    Total Reply(0) Reply
  • Mirza Shahed ১০ মার্চ, ২০১৮, ১:৩১ পিএম says : 0
    বড় বড় দেশ সমরাস্ত্র প্রতিযোগিতায় নেমেছে। এদের থামানোর মত কোন দেশ আছে বলে মনে হয় না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ