Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বিশ্বে আফ্রিকাকে সঙ্গে নিয়ে হাঁটতে চাই : এরদোগান

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, যেহেতু একটি নতুন বিশ্ব প্রতিষ্ঠিত হতে যাছে সে কারণে আমরা আফ্রিকাকে সঙ্গে নিয়ে একত্রে হাঁটতে চাই। আফ্রিকাকে সঙ্গে নিয়ে চলাই হবে উত্তম। আফ্রিকার চারটি দেশে পাঁচ দিনের সফর শেষে গত শনিবার এরদোগান তার টুইটার একাউন্টে এই মন্তব্য করেন। এরদোগান বলেন, আলজেরিয়া, মৌরিতানিয়া, সেনেগাল ও মালির সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি তাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, তুরস্ক আলজেরিয়াকে এই অঞ্চলের ‘রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীল’ একটি রাষ্ট্র হিসেবে গণ্য করে থাকে। তিনি বলেন, ‘মহান আল্লাহর ইছায় আমরা প্রতিটি অঞ্চলে আমাদের বন্ধুত্বকে আরো বৃদ্ধি করা হবে এবং আমরা একটি ভাল অবস্থানে আসতে পারি, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে।’ তিনি আরো বলেন, ‘আঙ্কারায় স্বাস্থ্য, কৃষি, গণমাধ্যম এবং মানবিক সাহায্যের ক্ষেত্রে মৌরিতানিয়ার সঙ্গে যৌথ প্রকল্পসমূহের বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।’ তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘মৌরিতানিয়ায় বেসরকারি খাতে আমাদের বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় আমরা আশা করছি উভয় পক্ষেরই সমানভাবে লাভবান হওয়ার নীতির উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক বিকশিত হবে।’ রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে সেনেগালের সঙ্গে তুরস্কের সম্পর্ক বৃদ্ধিকে আঙ্কারা সবসময়ই অগ্রাধিকার দিয়ে থাকে বলে তিনি জানান। তিনি আরো বলেন যে আফ্রিকার সঙ্গে বাণিজ্যের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি তা বৃদ্ধি করা আঙ্কারার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমরা মালির রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত আছি। এর পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ও বাণিজ্য সম্পর্ককে শক্তিশালী করার মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বকে আরো শক্তিশালী করব।’ আফ্রিকায় তার সফরকালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর বিষয়টি উল্লেখ করে এরদোগান বলেন, ‘কোনো ধরনের পক্ষপাত ছাড়াই আমরা আফ্রিকাকে এবং আমাদের আফ্রিকার ভাইদেরকে ভালবাসি।’ অপরদিকে, সিরিয়ার আফ্রিনে সরকারপন্থি বাহিনীর ওপর তুরস্কের বিমান হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা। গত শনিবার আফ্রিনের কাফর জিনা এলাকায় সরকারিপন্থি বাহিনীর একটি শিবিরে হামলাটি চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তুরস্কের যুদ্ধবিমানগুলো এ নিয়ে পূর্ববর্তী ৪৮ ঘন্টায় তৃতীয়বারের মতো আফ্রিনে সরকারপন্থিদের শিবিরে হামলা চালিয়েছে বলে অবজারভেটরি জানিয়েছে। এর পাশাপাশি তুরস্ক সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোতেও হামলা জোরদার করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটি। এদিকে, সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পূর্ব গৌতার ১০ শতাংশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী পুনরুদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে। গত শনিবার পূর্ব ঘৌতায় দু’পক্ষের মধ্যে স্থল লড়াই তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রাজধানী দামেস্কে গোলাবর্ষণ করে সরকারপন্থি বাহিনীর আক্রমণের জবাব দিছে বিদ্রোহীরা, জানিয়েছে অবজারভেটরি। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানিয়েছেন, তার দেশের বাহিনীগুলো ‘জঙ্গিদের’ কাছ থেকে সিরিয়ার রাজো শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আফ্রিন শহর থেকে ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে রাজো শহরটির প্রায় ৭০ শতাংশ তুরস্কের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে অবজারভেটরি।এসডিএফের বিবৃতিতে বলা হয়েছে, তুর্কি বাহিনীর একটি দল ও তাদের মিত্র সিরীয় বাহিনী রাজোতে ঢুকে পড়েছে, সেখানে এসডিএফ বাহিনীর সঙ্গে ‘হামলাকারীদের’ সংঘর্ষ চলছে। ওয়াইপিজিকে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বর্ধিতাংশ বলে বিবেচনা করে তুরস্ক। ২০১৩ সাল থেকে পূর্ব গৌতা অবরোধ করে রেখেছে সরকারি বাহিনীগুলো, এতে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাটির তিন লাখ ৯৩ হাজার বাসিন্দা ফাঁদে আটকা পড়েছে। বিবিসি, রয়টার্স।



 

Show all comments
  • Mohammad Salim ৫ মার্চ, ২০১৮, ৬:২৭ এএম says : 0
    That's great
    Total Reply(0) Reply
  • Rofiq Dewan ৫ মার্চ, ২০১৮, ১২:৩৪ পিএম says : 0
    I give salot for you. You can make new Muslim nation.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ