প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রথমবারের মতো মিউজিক ভিডিও নির্মাণ করলেন অভিনেত্রী ঈশিতা। সোহেল আরমানের কথায় ‘জেগে থাকা মন শিরোনামের গানটির সুর-সংগীত করেছেন অদিত। সম্প্রতি ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে ভিডিওর শূটিং হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঈশিতা। মডেল হয়েছেন আদর ও পায়েলিয়া পায়েল। ঈশিতা জানান, অনেকদিন ধরে ভালো কিছুর অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত মনের মতো কথা ও সুর পেয়েছি। মিউজিক ভিডিও নির্মাণ বেশ উপভোগ করেছি। আশা করছি, এ মাসের মাঝামাঝি বা শেষ দিকে শ্রোতাদের সামনে গানটি হাজির করতে পারব। উল্লেখ্য, ভুলো না আমায়, রাত নিঝুম ও কুলসুম শিরোনামে তিনটি একক অ্যালবাম প্রকাশ করেছেন ঈশিতা। সর্বশেষ অ্যালবামটি প্রকাশিত হয় ১৬ বছর আগে। পাঁচ বছর আগে ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে শেষবার কণ্ঠ দেন তিনি। আনিসুর রহমান তনুর কাছে ছোটবেলায় ঈশিতার গান শেখা শুরু। এরপর ওস্তাদ ওমর ফারুকের কাছে টানা দশ বছর খেয়াল এবং তারপর ওস্তাদ সঞ্জীব দের কাছে খেয়াল ও ক্ল্যাসিক্যাল শিখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।