Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণ নির্বিঘে ভোট দিতে পারলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না : মওদুদ

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার
জনগণ নির্বিঘে ভোট দেওয়ার সুযোগ পেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল (শনিবার) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতি : জাতীয় নির্বাচন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সবায় তিনি এ কথা বলেন।
সরকারি খরচে প্রধানমন্ত্রীর ভোট চাওয়াকে আইনের লঙ্ঘন মন্তব্য করে ব্যারিস্টার মওদুদ বলেন, বিভিন্ন স্থানে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যেভাবে ভোট চাইছেন, তা আইনের লঙ্ঘন। এর আগে প্রধানমন্ত্রী সিলেট, বরিশাল ও রাজশাহীতে নৌকায় ভোট চেয়েছেন। সকলকে ভোটের জন্য ওয়াদাও করতে বলেন। আজকে (গতকাল) খুলনাতেও একই দৃশ্য। তিনি সরকারি খরচে যাবেন, হেলিকপ্টারে যাবেন এবং সমস্ত খরচ বহন করবে সরকার। যেহেতু তারা জানেন, নির্বাচন কমিশনের বিধিতে আছে, তফসিল ঘোষণার পরে উন্নয়নের কোনো ওয়াদা করতে পারবেন না, সেজন্য তারা এই সময়ে সেই সুযোগ নিচ্ছেন। এটা অনৈতিক এবং বেআইনি। বিএনপির এই নেতা বলেন, একদিকে তিনি নৌকার পক্ষে ভোট চাইছেন আর অন্যদিকে বিরোধী দলকে তালাবদ্ধ করে রাখা, গৃহবন্দি করে রাখা, জেলখানায় রাখা, কোনো সভা-সমাবেশ করতে না দেওয়া এমনকি ঘরোয়া বৈঠক করতেও না দেওয়া- এটা চলতে পারে না। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে এর জবাব দেবে। এ ক্ষেত্রে ইসির নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে মওদুদ বলেন, নির্বাচন কমিশন বলছে, তাদের কিছু করার নেই। তাদের (ইসি) তো শক্তি নাই, সাহস নাই। তারা তো নিরপেক্ষ না। তাহলে তো তারা সরকারের একটি তল্পিবাহক প্রতিষ্ঠান। সেজন্য তারা এই কথা বলেন। আজকে যদি ভারতে হত, তাহলে ভারতের চিফ ইলেকশন কমিশনার ব্যবস্থা নিতেন। ইসিকে বলব, হয় তাদেরকে বন্ধ করেন, না হয় আমাদেরও অনুমতি দেন, যাতে আমরাও ধানের শীষে ভোট চাইতে পারি। সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, আমি আগেও বলেছি যে, এই সরকারের দুর্নীতির ওপরে আমরা একটি শ্বেতপত্র প্রকাশ করব। এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি ও বাণিজ্য এই সরকারের আমলে হয় নাই। এই কথা বলার পরে অনেকে আমাকে আবার সতর্ক করে দিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী আমার ওপর ভীষণ রাগান্বিত, আমার বাড়ি নেওয়ার পরও বোধহয় উনার মনে শান্তি আসে নাই। তবে প্রধানমন্ত্রীর প্রতি আমার কোনো রাগ নেই। কারণ তিনি যেভাবে রাষ্ট্রপরিচালনা করছেন সবকিছুই ঠিক হতো যদি একটু সংযত হতেন।
বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে মওদুদ বলেন, এতোদিন ধরে জেনে এসেছি শিক্ষা জাতির মেরুদন্ড অথচ আজ দলীয়করণ ও অর্থ বাণিজ্যের মাধ্যমে সেই মেরুদন্ডকে দুর্বল করে দিয়েছে সরকার। সরকারের মদদপুষ্টরাই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মীর মো. নাছিরউদ্দিন, নিতাই রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, লেবার পার্টির মহাসচিব ফরিদ উদ্দিন, সহসভাপতি ফারুক রহমান, আমিনুল ইসলাম, এস এম ইউসুফ আলী, জহিরুল হক, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম সিয়াম, আবদুর রাজ্জাক রাজু, হুমায়ুন কবির, আল আমিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ