Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুরিকাঘাতে আহত ড: জাফর ইকবাল হামলাকারী আটক

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রিফাত আল মামুন, শাবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. জাফর ইকবাল ছুরিকাঘাতে আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যালের অনুষ্ঠান চলাকালে তিনি এ হামলার শিকার হন । গতকাল বিকাল ৫টায় ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। হামলার পরপরই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন। রাতে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হচ্ছে।
হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া ঢাকায় গণজাগরণ মঞ্চ হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে। হামলাকারী আটক হলেও তার পরিচয় এখনো জানা যায়নি। হামলাকারী বর্তমানে র‌্যাবের হেফাজতে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর ৩ টায় বিশ^বিদ্যালয়ের মুক্তমঞ্চে থেকে ইইই ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান শুরু হয়। এতে ড. জাফর ইকবাল অতিথিদের সারিতে বসে ছিলেন। অনুষ্ঠান চলাকালীন সময় বিকেল ৫ টা ৪০ মিনিটে এক যুবক এসে পেছন দিক থেকে এসে ধারালো ছুরি দিয়ে জাফর ইকবালের মাথায় আঘাত করে। তখন হামলাকারী যুবককে পুলিশ ও উপস্থিত শিক্ষার্থীরা আটক করে। এসময় দ্রæত মোটরসাইকেল যোগে একজনকে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে দেখা যায়। এদিকে হামলার শিকার জাফর ইকবালের মাথা থেকে রক্তক্ষরণ হয়েছিল বলে জানান প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী।
হামলাকারীর হাত থেকে জাফর ইকবালকে প্রতিহত করতে গিয়ে ঘটনাস্থলে ইব্রাহিম নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ছুরির আঘাতে আহত পুলিশ সদস্য ইব্রাহিমের হাতে ছুরিটি ঝুলতে দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী।
অপরদিকে হামলাকারী আটক হলেও তার পরিচয় এখনো জানা যায়নি। আটকের সময় বিক্ষোব্ধ শিক্ষার্থীরা হামলাকারী যুবককে মারধর করলে সে গুরুতর আহত হয়। পরে হামলাকারী যুবককে তাৎক্ষণিকভাবে একাডেমিক ভবন এ তে রাখা হয়। পুলিশ আসলেও শিক্ষার্থীরা হামলাকারীকে তাদেও কাছে সোপর্দ করেনি। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭ টায় ডাক্তারদের একটি প্রতিনিধি দলকে একাডেমিক ভবন এ তে ঢুকতে দেয়া হয়। হামলাকারী গায়ে ছিল টি-শার্ট এবং পরনে জিন্স প্যান্ট। তবে তার মুখে হালকা দাড়িও আছে। হামলাকারী বর্তমানে অজ্ঞান অবস্থায় র‌্যাবের হেফাজতে আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, “মঞ্চের পেছন থেকে এসে এক ছেলে ছুরি মারে মাথার পিছন দিকে। সঙ্গে সঙ্গে পুলিশসহ অন্যরা তাকে আটক করে।” কি কারণে জাফর ইকবালের উপর এই হামলা হয়েছে, সে বিষয়ে কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে তিনি জানান। এর আগে ২০১৬ সালের ১২ অক্টোবর জাফর ইকবালকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় আসারুল্লাহ বাংলা টিম নামের একটি জঙ্গী সংগঠন।
ওসমানী মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুম জানান, জাফর ইকবালের নিওরোজিক্যাল কোনো সমস্যা হয়নি। কোনো ডিজঅর্ডার দেখছি না। তিনি শঙ্কামুক্ত। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে তার মাথার সিটি স্ক্যান করা হয়। মাথায় আঘাত পাওয়ার কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এ কারণে তার জন্য রক্ত সংগ্রহ করা হয়েছে।
হাসপাতালে আনার পথে এবং হাসপাতালে আনার পরেও আহত ড. মুহম্মদ জাফর ইকবাল স্বাভাবিক কথাবার্তা বলছিলেন বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুম।
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মাহাবুবুল হক বলেন, স্যারের অবস্থা এখন স্টেবল রয়েছে। তাকে যে কখনো সময়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হবে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীকে একাডেমিক ভবন ‘এ’ এর মধ্যে রাখা হয়েছে।
এবিষয়ে এসএমপি’র এডিসি জোর্তিময় সরকার তপু বলেন, হামলাকারীকে শিক্ষার্থীদের হাত উদ্ধার করে একটি ভবনে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী জাফর ইকবালের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে কাপুরুষোচিতভাবে ছুরিকাঘাত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এক বিবৃতিতে তিনি বলেন, ড. জাফর ইকবালের মতো সকলের শ্রদ্ধাভাজন দেশবরেণ্য শিক্ষকের উপর এই ধরণের হামলা দেশে অশুভ শক্তির অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত বহন করে। তিনি গ্রেপ্তারকৃত যুবকসহ এই ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে জড়িত সকলের মুখোশ উন্মোচন এবং অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শকের সাথে কথা বলেন।
অন্যদিকে ড. জাফর ইকবালকে দেখতে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল রাত ৮ টায় শিক্ষামন্ত্রী হাসপাতালে এসে পৌছান। জাফর ইকবালের চিকিৎসার খোজ খবর নেন তিনি । তার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। উন্নত চিকিৎসার প্রয়োজনে যা করা দরকার তার তদারকি করেছেন। এছাড়া সিলেট বিভাগীয় কমিশনার নাজামানারা খানুমও হাসপাতালে জাফর ইকবালকে দেখতে এসেছেন। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ এবং পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুল হক। এদিকে উন্নত চিকিৎসার জন্য মাথায় ছুরিকাহত বিশিষ্ট লেখক ড. জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে কিছুক্ষণের মধ্যেই ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যা ৭টায় শাহবাগে গণজাগরণ মঞ্চ বিক্ষোভ করে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ‘সরকারের হেয়ালীপনার কারণে প্রশাসনের কঠোর বেষ্টনীকে পাশ কাটিয়ে প্রগতিশীল লেখক জাফর ইকবালকে হত্যার চেষ্টা করা হয়েছে। জঙ্গিবাদ মৌলবাদীদের সবসময়ের টার্গেট প্রগতিশীল লেখকরা। জাফর ইকবালকে হত্যার টার্গেটে রাখা হয়েছিল সবসময়। কিন্তু সরকার তা আমলে নেয়নি। ফলে এর সম্প‚র্ণ দায় নিতে হবে সরকারকেই।
এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। এছাড়াও দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ অন্যান্য ছাত্র সংগঠন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ