বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার ব্যুরো ও জেলা সংবাদদাতা : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইটাছড়ি এলাকায় যাত্রীবাহি বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪জন নিহত অপর ৪ যাত্রী আহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, পিকনীকবাহী ২টি মাইক্রোবাস কক্সবাজারের উখিয়া থেকে ১টি চট্টগ্রাম বিমান বন্দর ও অপরটি বান্দরবান পিকনিক যাওয়ার পথে ও যাত্রীবাহী শ্যামলী পরিবহন গাড়িটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে উত্তর হারবাং এলাকায় ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি গটায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন-উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের হাতিরমোড়া এলাকার বাদশা মিয়ার ছেলে আলী আকবর (১৮), মীর আহমদের ছেলে সাহাবউদ্দিন (১৮), গফুর মিয়ার ছেলে হারুনুর রশিদ (১৬) ও রামু উপজেলা উত্তর খুনিয়া পালং এলাকার সামশুল আলম চৌকিদারের ছেলে নোয়া চালক জয়নাল আবেদীন (৩০) । আহতরা হলেন-উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা সালাহ উদ্দিন (৩০), নুরুল ইসলাম (২২), গফুর আলম (২৫) ও নুরুল ইসলাম (১৮)। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকালে উখিয়া থেকে দুটি নোয়া (মাইক্রোবাসে) গাড়ি চট্টগ্রামের উদ্যোশে রওনা দেয়। তন্মধ্যে একটি নোয়া গাড়ি বান্দরবানে পিকনিকে যাচ্ছিল এবং অপর একটি নোয়া গাড়ি চট্টগ্রাম বিমানবন্দরে যাচ্ছিল। এসময় গাড়ি দুটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইটাছড়ি এলাকায় পৌছলে কক্সবাজারমুখি শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে দুটি নোয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে চালকসহ তিনজন নিহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত পাঁচজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো একজন মারা যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে কক্সবাজারের চকরিয়া খুটাখালী এলাকায় পৃথক আরেক সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। যাত্রীবাহী বাস মিতালী পরিবহনের ধাক্কায় কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মন্জুর আলমের পুত্র শারিক হোসাইন (২৫) নামের এক মোটর বাইক চালক নিহত হয়েছে। ৩ মার্চ বিকাল ৫ টার দিকে কচ্ছপিয়া ঢালা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানা গেছে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নাসির আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।