Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবাদের মুখে পড়েছে সিসিলিসে ভারতের সামরিক ঘাঁটি পরিকল্পনা

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিসিলিস দ্বীপে সামরিক ঘাঁটি নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে ভারত, তা সেখানকার রাজনীতিবিদদের সম্মতি পেলেও জনগণের দিক থেকে প্রতিবাদের মুখে পড়েছে। অ্যাসাম্পশান দ্বীপে সামরিক ঘাঁটি স্থাপনে ভারত সহায়তা দেবে এবং ঘাঁটিটি দুই দেশের সামরিক বাহিনীই ব্যবহার করবে। ২০১৫ সালে সিসিলিসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় নীতিগতভাবে ওই ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত হয়। যদিও এখন পর্যন্ত কাজের অগ্রগতি তেমন কিছু হয়নি। সিসিলিসের সরকারের কর্মস্থল মাহে দ্বীপের ভিক্টোরিয়াতে যেটা অ্যাসাম্পশান দ্বীপের ১,১৩৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। সরকার বলেছে, এই ঘাঁটি ১.৩ মিলিয়ন বর্গকিলোমিটারের এক্সক্লুসিভ অর্থনৈতিক জোনে টহল দিতে সাহায্য করবে যাতে অবৈধ মাছ ধরা, মাদক পাচার এবং নৌদস্যুদের ঠেকানো যায়। বর্তমানে প্রত্যন্ত এই কোরাল দ্বীপটিতে একটি টিনের নির্মিত পোস্ট অফিস, বিমান অবতরণের জন্য এক চিলতে রানওয়ে রয়েছে। মানুষজন এখানে প্রায় নেই বললেই চলে। দ্বীপটি লম্বায় সাত কিলোমিটার। এর সর্বোচ্চ জায়গার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র ৩০ মিটার এবং পাখীর বিষ্ঠায় ভর্তি। কিন্তু অবস্থানগত কারণে এর গুরুত্ব রয়েছে। এখান থেকে মোজাম্বিক চ্যানেলের উপর নজর রাখা সহজ হবে। ভারত এ দ্বীপে ঘাঁটি নির্মাণ এবং দক্ষিণ ভারত মহাসাগরে তাদের নৌযানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। এই ঘাঁটি অন্যান্য নৌশক্তিধর দেশের জন্যও সুবিধা দেবে বলে জানানো হয়। ভিক্টোরিয়াতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত আউসাফ সাইদ বলেন, “অ্যাসাম্পশান মোজাম্বিক চ্যানেলের খুব কাছাকাছি, যেখান দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বহর যাতায়াত করে। শুধু ভারত নয়, অন্যান্য দেশের বাণিজ্য জাহাজও এ পথে যাতায়াত করে। আমরা চাই আমাদের বাণিজ্য জাহাজগুলো যাতে নিরাপদে থাকে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ