পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : গেল ফেব্রুয়ারি মাসে ইসরাইলি সেনাদের গুলিতে নয় ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা আর-রাই’র বরাত দিয়ে ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল আল-আলম এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার শিকার হয়ে এসব ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া, গত মাসের হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৫৪৮ ফিলিস্তিনি। এদিকে ফিলিস্তিনিরা গতমাসে ইহুদিবাদীদের বিরুদ্ধে ২১টি অভিযান পরিচালনা করেছেন যার ফলে একজন ইহুদি নিহত হয়েছে। একই মাসে ইসরাইলি সেনারা জর্দান নদীর পশ্চিম তীর, গাজা উপত্যকা ও বায়তুল মুকাদ্দাস থেকে ৩৪৯ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে যাদের মধ্যে ৬২ জনই শিশু। আল-আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।