পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দৈনিক ইনকিলাব-এর প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম মাওলানা এম এ মান্নান (রহঃ)-এর সহধর্মিনী মরহুমা হোসনে আরা বেগমের নামে প্রতিষ্ঠিত চাঁদপুরের ফরিদগঞ্জ কেরোয়া হোসনে আরা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মতবিনিময়ে সভা প্রধানের বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।
ছাত্রী-শিক্ষক-অভিভাবকদের উদ্দেশে দৈনিক ইনকিলাব সম্পাদক বলেন, গ্রামীণ জনপদের অবহেলিত নারীদের শিক্ষা প্রদানের মহৎ উদ্দেশ্য নিয়েই কেরোয়া হোসনে আরা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। আলহামদু লিল্লাহ, আমরা সেই লক্ষ্যে সফলতার পথে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন তথা ভবন নির্মাণ কাজ সরকারের চূড়ান্ত অনুমোদন পর্যায়ে রয়েছে। ইন-শা আল্লাহ সহসাই বহুতল ভবন নির্মাণ কাজ শুরু হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে জনাব এ এম এম বাহাউদ্দীন বলেন, তোমাদের (ছাত্রীদের) কাজ হচ্ছে শুধুমাত্র পড়াশুনা করা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র এবং সমাজের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া। যে কোন রাষ্ট্র ও সমাজের বড় ভিত্তি হচ্ছে মা। তোমরা সবাই ভবিষ্যত মা। তোমরা ভালো হলে রাষ্ট্র, সমাজ ভালো হবে। ভবিষ্যৎ পৃথিবী অনেক সুন্দর হবে।
সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার রাউত, সহকারি শিক্ষক সাইফুল ইসলাম ও রাজীব মজুমদার, ছাত্রীদের মধ্যে সাদিয়া ইসলাম মীম। উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজি কমিটির সদস্য শফিকুল ইসলাম পাটওয়ারী, তাকদীর হোসেন, হারুনুর রশিদ ও শফিকুর রহমান।
সভার শুরুতে বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম মাওলানা এম এ মান্নান (রহঃ) ও তাঁর সহধর্মিনী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুমা হোসনে আরা বেগমের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ফরিদগঞ্জের নিভৃত পল্লীতে নারী শিক্ষার আলো বিচ্ছুরণকারী মহিয়সী নারী হোসনে আরা বেগম গত ১০ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। এ কারণে বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক ও অভিভাবকগণ শোকে মূহ্যমান। তারা মরহুমার যোগ্য উত্তরসুরী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ এম এম বাহাউদ্দীন সাহেবকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন। তিনি তাৎক্ষণিক বার্ষিক শিক্ষাসফরে স্বপরিবারে অংশগ্রহণের জন্য অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দেন। সেই সাথে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে তাঁর এবং তাদের পরিবারে পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।