Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়পুরে উদ্বোধনের অপেক্ষায় ফায়ার সার্ভিস স্টেশন

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রায়পুর (লক্ষীপুর)উপজেলা সংবাদদাতা : রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে আগুন লাগলে এত দিন ১৫ কিলোমিটার দূরে লক্ষীপুর জেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসত। গাড়ি এসে পৌঁছানোর আগেই ক্ষয়-ক্ষতি যা হওয়ার তা হয়ে যেত। তাই উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের। অবশেষে পূরণ হয়েছে সে দাবি। চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণসহ সকল কাজ। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। রায়পুরে সর্বশেষ ভয়াবহ আগুন লাগার দুটি ঘটনা ঘটে গত বছরের অক্টোবর মাসে। এতে শহরের বাস টার্মিনাল এলাকার আব্দুল মতিন ট্রেডার্স নামে একটি পেট্রল পাম্পে ও গাজী সুপার মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার পর জেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে ঘণ্টাখানেকেরও বেশি সময় লেগে যায়। তাৎক্ষণিক আগুনে পুরো পাম্প, তেলবাহী ট্যাঙ্ক লরি পার্কিং করে রাখা দুটি ট্রাক ও মোটরসাইকেল পুড়ে গেছে। গাজী মার্কেটের ছয়টি দোকানও পুড়ে যায়। এতে এক কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। গাজী সুপার মার্কেটের আগুনে পুড়ে যাওয়া কয়েকটি দোকানের মালিকরা জানান, উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের খবরে স্বস্তি নিশ্বাস ফেলেছেন। তারা বলেন, আমাদের দোকানে আগুন লাগার পর জেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। তবে শোনে ভালো লাগছে এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে। এতে অগ্নিকান্ড ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রায়পুর পৌর শহরের রায়পুর-ফরিদগঞ্জ সড়কের ল্যাংড়া বাজার এলাকায় ২০১৬ সালে দুই কোটি ১৮ লাখ ৮৩৬ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ করা হয়। দুটি গাড়ি ও ১৭ জন লোকবল থাকবে এই স্টেশনে। তাদের মধ্যে দুজন গাড়িচালক ও ১৫ জন ফায়ারম্যান। রায়পুর উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন ভূঁইয়া বলেন, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আর নির্মাণ কাজের তদারকি করছে গণপূর্ত মন্ত্রণালয়। জানতে চাইলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, একটি ফায়ার সার্ভিসের অভাবে রায়পুরবাসী দীর্ঘদিন কষ্ট পেলেও এখন কষ্ট দূর হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ