Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান, নিহত ১১

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের ছত্তিশগড়ের বস্তার জেলার উদাতামালা এলাকার কাছে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০ মাওবাদী নিহত হয়েছে। মাওবাদীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ চলার সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হন। নিহত ১০ মাওবাদীর মধ্যে ছয়জনই নারী। ভারতীয় নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো খবরটি জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের পুলিশ ও গ্রেহাউন্ড নামের বিশেষ বাহিনী যৌথভাবে মাওবাদীবিরোধী অভিযান চালাচ্ছে। গত বৃহস্পতিবার এ অভিযান চলার সময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। তেলেঙ্গানা পুলিশের এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘এটি ছিল ছত্তিশগড় ও তেলেঙ্গানা পুলিশের যৌথ অভিযান। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ