বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নৌ-পুলিশের জাটকা নিরোধ অভিযানে ৬'শ কেজি জাটকা ইলিশ, ৪ জন অসাধু জেলে, ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১টি মাছ ধরার ট্রলার আটক করেছে নৌপুলিশ। পরে জাটকাগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। সে সাথে আটককৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুঁড়িয়ে বিনষ্ট করা হয়। নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়ের নের্তৃত্বে বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পদ্মায় অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায় অভিযান শেষে লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, নারায়ণগঞ্জ চাঁদপুর ও মুন্সীগঞ্জের নদীতে ঝাটকা নিরোধ অভিযান পরিচালনা করা হয়েছে৷ বিভিন্ন এরিয়ায় আমাদের টিম কাজ করছে৷ পদ্মায় সকাল ৮টায় মাওয়া থেকে অভিযান শুরু করে সারাদিন অভিযান চালিয়ে বিকাল ৫টায় শেষ করা হয়। এ সময় পদ্মা নদী থেকে ৬'শ কেজি জাটকা ইলিশ, ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ৪ জন জেলে ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত জাটকাগুলো বিকেল সাড়ে ৫টার দিকে লৌহজং উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়ে ফেলা হয়৷ সে সাথে চারজন জেলেকে চাঁদপুর নৌপুলিশের পুলিশ সুপার কামরুজ্জামানের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌপুলিশ হেট কোয়ার্টারের পুলিশ সুপার মোতাজ্জের হোসেন, চাঁদপুর পুলিশ সুপার কামরুজ্জামান, মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. মেহেদী জামান, মাঝির কান্দি নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বিশ্বাস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।