Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যতিক্রমী চরিত্রে অভিনেতা শিশির

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বিজ্ঞাপন, টিভি নাটক ও চলচ্চিত্রে বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে একটা অবস্থান তৈরি করেছেন এ প্রজন্মের অভিনেতা শিশির। এরিমধ্যে তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এবার ব্যতিক্রমধর্মী একটি চরিত্রে অভিনয় করছেন। অভিনয় করছেন জায়গীদার চরিত্রে। দেওয়ান নাজমুল নির্মাণ করছেন ফোক ফ্যান্টাসির হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘সুয়োরানী দুয়োরানী’। এ নাটকে শিশিরকে এক এলাকার জায়গীদার হিসেবে দেখতে পাবেন। শিশির বলেন, আমি সবসময় চরিত্রের ভিন্নতা খুজতে পছন্দ করি। মঞ্চের শিল্পী বলেই হয়ত নিজেকে ভেঙ্গে উপস্থাপনের ক্ষুদাটা বেশী। নির্মাতা দেওয়ান নাজমুল আমাকে সেই সুযোগ দিয়েছেন। তার প্রতি অনেক কৃতজ্ঞতা। ব্যয়বহুল বিশাল সেট ফেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা নাটকটির শূটিং হয়েছে। নাটকটি নিয়ে খুবই আশাবাদী। ‘সুয়োরানী দুয়োরানী’ গল্পের ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে বিগ বাজেটের দীর্ঘ ধারাবাহিক এই নাটকটি। শিশির ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আলীরাজ, চম্পা, ঈশানা, আশিক চৌধুরী, চৈতী, অরিন, ফাহিম চৌধুরী, কাজী উজ্জ্বল, আমিন সরকার, শিখা কর্মকার, অলোকা সরকার, উত্তম অধিকারী, এস আই ফারুকসহ আরো অনেকে। গল্পের প্রয়োজনে ক্রমান্বয়ে দেশের জনপ্রিয় অনেক তারকার উপস্থিতি ঘটবে এ ধারাবাহিকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেতা

১০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ