বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট ব্যুরো : সিলেটের কোম্পানিগঞ্জের শারপিন টিলা থেকে গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ধসে পড়া মাটির নিচ থেকে আরও দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে সুনামগঞ্জের জহির হোসেন (৩৬) এবং আফাজ উদ্দিন (৩৫) দুজনের লাশ উদ্ধার করে। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিলেট কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিলীপ কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গর্ত থেকে বুধবার বিকেলে এক শ্রমিক ও রাতে আরও দুই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে শারপিন টিলা এলাকায় গভীর গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল প্রভাবশালীরা। বুধবার বিকেলে পাথর উত্তোলনের সময় মাটি ধসের ঘটনা ঘটে। এতে গর্তের ভেতরের শ্রমিকরা চাপা পড়েন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।