Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকের সঙ্গে জড়ালে চাকরি থাকবে না ডিজি মাদক

দেশে মাদকাসক্তের সংখ্যা ৫০ লাখ থেকে ৭০ লাখ

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:০৮ এএম, ২ মার্চ, ২০১৮

বিশেষ সংবাদদাতা : মাদকসেবন, মাদক ব্যবসা বা মাদক ব্যবসায়ীদের সহযোগিতার মতো কোনো কাজে জড়ালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থাকবে না বলে হুঁশিয়ার করেছেন মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দীন আহমেদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ এলে এবং তদন্তে তা প্রমাণিত হলে কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থাকবে না। এ ব্যাপারে সব সময়ই কঠোর ভূমিকা থাকবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে মোট কত মাদকসেবী আছে, সে সম্পর্কে সঠিক কোনো তথ্য তাঁদের কাছে নেই। তবে ধারণা করা হয়, এই সংখ্যা ৫০ লাখ থেকে ৭০ লাখ হবে।
তিনি আরো বলেন, স¤প্রতি বাংলাদেশ-মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে মিয়ানমারের অভ্যন্তরে থাকা ৪৯টি ইয়াবা তৈরির কারখানার ঠিকানা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। সংবাদ সম্মেলনের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে বলা হয়েছে, মাদকের সরবরাহ কমানোর জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। গত এক বছরে অধিদপ্তর ৩৯ হাজার ৫৮৫টি অভিযানে ১২ হাজার ৬৫১ জন মাদক অপরাধীকে গ্রেফতার করে। ১১ হাজার ৬১২টি মামলা দায়ের হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিদপ্তরের ৪টি নিরাময় কেন্দ্রে মোট ১৪ হাজার ৬৮৮ জনকে নিরাময় সেবা দেয়া হয়েছে। দেশব্যাপী ২০৯টি বেসরকারি নিরাময় কেন্দ্রে মোট ১০ হাজার ৬৬৭ জনকে নিরাময় সেবা দিয়েছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়তে বৃহস্পতিবার (১ মার্চ) থেকে সারাদেশে মাদকবিরোধী তথ্য অভিযান শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ