শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
সাকিব জামাল
হঠাৎ বসন্ত বৃষ্টি
ঘূর্ণি ঘূর্ণি বায়-
মন তোরে নিয়েই ঘুরপাক খায় !
গড়িয়ে যায় মধু সময় ।
বৃষ্টি চায়না তার জল- তোরে ছাড়া হোক অপচয়!
ঠিক কয়েকটি বসন্ত আগে কোন এক ভালোবাসার বৃক্ষতলায়-
তোকে ভিজিয়ে সে, ছিলো শীতল-উষ্ণতায়!
আমিও ছিলাম-
বজ্রপাতের ভয়ে তোরে বুকে আমাকে লুকিয়ে নিলাম ।
শীতলে উষ্ণতার তোর দৃষ্টি -
সেদিনও ছিলো হঠাৎ বসন্ত বৃষ্টি !
আবার বৃষ্টি এলো সন্ধ্যারাতে, মাঝপথে চলার-
ভিজেছি ! তবে এবারের বসন্ত বৃষ্টি ছিলো বিযন্নতার,
শুধুই শীতল, পোড়া মনের -
নীড় হারা বিরহী পাখির ডানা ঝাপটাবার !
তবে ছুঁয়ে গেছে, বলে গেছে, শনশন বাতাসের সুরে, ঘেটে অতীত স্মৃতিময়-
বৃষ্টি চায়না তার জল- তোরে ছাড়া হোক অপচয়!
আগামী হঠাৎ বসন্ত বৃষ্টি সন্ধ্যায়-
আসবে কি? ভিজবে কি? শীতল-উষ্ণতায় !
আগামী হঠাৎ বসন্ত বৃষ্টি সন্ধ্যায়-
আসবে কি ? ভিজবে কি ? শীতল-উষ্ণতায় !
ইদ্রিস সরকার
তোমার প্রেমের জন্য
কবিতা তোমার হরিণী চোখযুগল অপরূপ
সোনালি গ্রীবা রূপের আলো
বাঁকা ঠোঁট কেনো যে এতেই ভালো লাগে!
হৃদয় গভীরে তোলে উথাল-পাথাল ঝড়
শরীরে প্রতিটি লোমক‚পে ফোঁসে ওঠে রোদ
বিন্দু বিসর্গ কিছুই অনুধাবন করতে পারছি না
তুমি কি এখনো এতই অবুঝ খুকি?
প্রকৃতির মূল্য মোটেও বুঝো না?
পাখির গান কি হৃদয়ে তোলে না শিহরণ একবারো?
আসল-নকল বুঝবার ক্ষমতা কি নেই একটুও?
এত সরলতা কেনো তোমার অস্তিত্বে?
তোমার লাবণ্যময় দেহের ভাঁজে কি
প্রেম প্রেম খেলতে ইচ্ছে করে না?
প্রেমানুভ‚তির আলোড়ন উঠে না মোটেও?
তোমার জন্য এ দেহ মনপ্রাণ
বিষয়-সম্পত্তি ক্লান্তি-অবসাদ জয়-পরাজয়
সব কিছু সারাক্ষণ নিবেদিত
ডুবে যেতে পারি সমুদ্রের অগাধ গহীনে;
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।