Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সীমান্ত সুরক্ষায় এপাচি কপ্টার কিনছে ভারত

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীন ও পাকিস্তানের সঙ্গে থাকা সীমান্ত সুরক্ষায় বোয়িং কোম্পানির ছয়টি এএইচ-৬৪ই এপাচি এটাক হেলিকপ্টার কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রথম পদক্ষেপ হিসেবে নয়াদিল্লি মার্কিন সরকারকে অনুরোধ পত্র পাঠিয়েছে। কবে এই চিঠি পাঠানো হয়েছে তা নিশ্চিত না হওয়া গেলেও ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস গত মঙ্গলবার জানায়, ওয়াশিংটনের উত্তরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি। এ ধরনের অনুরোধে সাড়া দিতে ছয় মাস পর্যন্ত সময় নেয় ওয়াশিংটন। এপাচি হেলিকপ্টার মূলত মার্কিন সেনাবাহিনী ব্যবহার করে থাকে। স্পুটনিক নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ