বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ বুধবার সকালে কেশবপুরের পল্লি থেকে কুপিয়ে হত্যা করা এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কেশবপুর থানার এসআই মুজাহিদ জানান, উপজেলার হিজলডাঙ্গা গ্রামের সোহরাব মোড়লের পুত্র ট্রাক ব্যবসায়ী মামুন মোড়লকে (৩৩) অজ্ঞাত ব্যক্তিরা কুপিয়ে হত্যা করে মুখ থেঁতলিয়ে পৌর এলাকার সফরাবাদের সিদ্দিক মোড়লের কচু ক্ষেতের মধ্যে মাটি চাপা দিয়ে রেখে যায়। আজ সকালে এলাকা বাসী কচু ক্ষেতের মধ্যে মাটির বাহিরে একটি পা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করে।
নিহতের পিতা সোহরাব মোড়ল জানান, মামুনের ২টি ট্রাক ছিল যা সে দেখভাল করত। গতকাল মঙ্গলার সকাল তার পালসার মোটরসাইকেলটি নিয়ে এবং ৩৬হাজার টাকাসহ বাড়ি থেকে বের হয়। এরপর আর কোন যোগাযোগ ছিলনা। আজ সকালে তিনি পুত্রের মাটি চাপা দেয়া লাশ উদ্ধার হয়েছে বলে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারেন। নিহতের স্ত্রীসহ ১৫ মাসের এক পুত্র সন্তান রয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত ওসি সাহাজান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কে বা কারা কুপিয়ে হত্যা করে এ স্থানে এনে মাটিচাপা দিয়ে রেখে গেছে। তদন্ত করে কারা জড়িত তা উদ্ধারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।