বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের একটি আম বাগান থেকে কৃষ্ণা বিশ্বাস নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১১টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। কৃষ্ণা বিশ্বাস ওই গ্রামের মৃত গোবিন্দা বিশ্বাসের ছেলে।
মৃত ব্যক্তির স্ত্রী যমুনা বিশ্বাস বলেন, আমার স্বামী পেশায় একজন নরসুন্দর। পারিবারিক অভাব অনটনের জন্য কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলাম। তিনি ঋণের টাকা পরিশোধ করা নিয়ে খুব চিন্তিত ছিলেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে দোকানে পান নেওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেনি। রাত থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করা হচ্ছিল। আজকে সকালে তার লাশ একটি আম বাগানে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন স্থানীয়রা।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার এ তথ্য নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।