মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে টর্নেডোর ফলে সৃষ্ট বন্যা, শিলাবৃষ্টি ও তীব্র ঝড়ে কমপক্ষে পাঁচজনের প্রাণহানি হয়েছে। টর্নেডোর আঘাতে দেশটির কেনটাকি অঙ্গরাজ্যে তিনজন, মিশিগান ও আরকানসাস অঙ্গরাজ্যে আরো দু’জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ডালাস জেন কম্বস নামের ৭৯ বছর বয়সী একজন বৃদ্ধার লাশ তাঁর পশ্চিম কেনটাকির বাড়ি থেকে উদ্ধার করা হয়। ওই বৃদ্ধার মেয়ে স্থানীয় একটি গণমাধ্যমকে জানান, গত শনিবার বিকেলে টর্নেডোর আঘাতে তাঁর বাড়ির সবকিছু তছনছ হয়ে যায়। এ সময় তাঁর মায়ের মৃত্যু হয়। কেনটাকিতে বাকি দুজনের লাশ বন্যায় ডুবে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া মিশিগানের দক্ষিণ-পশ্চিম কালামাজুতে ৪৮ বছর বয়সী একজনের মৃতদেহ বন্যার পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।