Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

কোটালীপাড়া পৌর নির্বাচনে দলীয় প্রতীক নৌকা পেলেন কামাল শেখ

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) থেকে কামরুল হাসান : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর-নির্বাচনে ছয় প্রতিযোগীর মধ্যে নৌকা পেয়েছেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ। আগামী ২৯ মার্চ নির্বাচনকে সামনে রেখে আ.লীগের ছয় প্রতিদ্ব›দ্বী প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করে দৌড়ঝাপ শুরু করেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সবাইকে টপকিয়ে অবশেষে নৌকা পেলেন কামাল হোসেন শেখ। এ দৌড়ে তার পাশে ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিরণ, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলকৃষ্ণ বিশ্বাস, উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলনসহ কামাল হোসেন শেখের অনেক ভক্ত। সূত্র মতে, গত ২৬ ফেব্রæয়ারি রাতে কোটালীপাড়া পৌরসভার মেয়র হিসেবে হাজী মো. কামাল হোসেন শেখের নাম চ‚ড়ান্ত করেন বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাচনী মনোনয়ন বোর্ড। এদিকে কাক্সিক্ষত প্রত্যাশা পূরণে আনন্দ উল্লাস করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পৌরবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ