Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতে সেনবাগের বাকের নিহত

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : সউদী আরবের জেদ্দায় কর্মস্থলে দুর্ঘটনায় আহত বাংলাদেশি শ্রমিক মোয়াজ্জেম হোসেন বাকের (৪১) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত ১৬ জানুয়াি বেলা ১১টার দিকে তিনি দুর্ঘটনার শিকার হন। গত শুক্রবার দিবাগত রাত প্রায় ১টায় সউদীর কিং ফাহাদ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মোয়াজ্জেম হোসেন বাকের নোয়াখালীর সেনবাগ উপজেলার মতইন গ্রামের মাওলানা সামছুল হকের ছেলে। বাকের এক মেয়ে ও দুই ছেলের জনক।
বাকেরের চাচাতো ভাই মো. ফখরুল ইসলাম জানান, কয়েক বছর আগে সউদীতে যান বাকের। সেখানে চুক্তিভিত্তিক বিদ্যুতের কাজ করত সে। সর্বশেষ গত ২০১৬ সালের ১৯ মে বাংলাদেশ থেকে তার কর্মস্থল জেদ্দায় যায় বাকের। প্রতিদিনের ন্যায় গত ১৬ জানুয়ারি সকালে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুতের কাজ করছিল বাকের ও তার কয়েকজন শ্রমিক। কাজ করা অবস্থায় স্থানীয় সময় বেলা ১১টার দিকে ভবনের একটি ব্লক (পাথরের খন্ড) ভেঙে বাকেরের শরীরে পড়ে। এতে বাকেরের বুকের হাড় ভেঙে গেয়ে সে অচেতন হয়ে যান। পরে শ্রমিক ও তার ভাই মোনাব্বর হোসেন সাকের তাকে দ্রুত উদ্ধার করে সউদীর কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করেন। গত কয়েকদিনে হাসপাতালে কয়েক দফা অপারেশন হয় বাকেরের। গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান, নিহত বাকেরের লাশ দ্রুত দেশের আনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে এক শোকের মাতম সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন নিহতের বাবা মাওলানা সামছুল হক, মা জাহানারা বেগম, স্ত্রী নাছরিন আক্তার, ছেলে-মেয়েসহ নিকট স্বজনরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ