Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিপাইনে সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যদল

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাংলাদেশের নৃত্যচর্চার আন্তর্জাতিক প্রচার ও প্রসারের অংশ হিসেবে এবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় নৃত্যানুষ্ঠানে অংশ নেবে সৃষ্টি কালচারাল সেন্টার। এরই মধ্যে সংগঠনের পরিচালক বিশিষ্ট নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরুর নেতৃত্বে ৮ সদস্যের নাচের দল ম্যানিলায় অবস্থান করছে। গত ২৮ ফেব্রæয়ারি সন্ধ্যায় ম্যানিলা অবস্থিত হোটেল সাংগ্রিলার বল রুমে নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন তারা। ম্যানিলাস্থ বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের আমন্ত্রণে এই বিশেষ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে সৃষ্টি কালচারাল সেন্টার। অনুষ্ঠানে ম্যানিলায় অবস্থানকারী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্তকর্তা ও ফিলিপাইনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আগামী ২ মার্চ দেশে ফিরবে সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যদল। দলের অন্য সদস্যরা হলেন সাবরিনা শফি নিসা, বৃষ্টি, মৃত্তিকা, কাজল, তামিম, দুর্জয় ও রাফিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ