Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ ও জনগণের জন্য ইনকিলাব একটি অকুতভয় মুখপত্র

খুলনা ব্যুরোর আওতাভুক্ত ইনকিলাব প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরোর আওতাভুক্ত প্রতিনিধি সভা গতকাল খুলনা ব্যুরো অফিসে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কালজয়ী ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক, জননন্দিত সংবাদপত্র দৈনিক ইনকিলাব ও মাদরাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিষ্ঠাতা, সাবেক ত্রান ও ধর্ম মন্ত্রী মরহুম আলহাজ মাওলানা এম.এ.মান্নান (রহঃ) ও তার সহধর্মিণী হোসনে আরা বেগমের রূহের মাগফিরাত কামনা এবং দৈনিক ইনকিলাবের অভিভাবক সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সংবাদদাতা আলহাজ্ব আবু কওছার। সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান আলহাজ্ব আবু হেনা মুক্তি। তিনি ইনকিলাবের সংবাদের মান উন্নয়ন, বিজ্ঞাপন সংগ্রহ ও সার্কুলেশনের ওপর জোর দিয়ে সম্পাদকের দিকনির্দেশনা সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন। তিনি আরো বলেন, দেশ ও জনগনের জন্য ইনকিলাব একটি অকুতভয় মুখপত্র। এর অগ্রযাত্রাকে কোন ষড়যন্ত্রের মাধ্যমে রোধ করা যাবে না। ইনকিলাব জন্মলগ্ন থেকে কঠিন বন্ধুর পথ অতিক্রম করে আসছে। ইনকিলাবের শক্তি আমজনতার ভালবাসা। আর দেশের সার্বভৌমত্বের স্বার্থে ইনকিলাবের যাত্রা অবিচল। তিনি মাঠ সংবাদিকতার ভূয়ষী প্রশংসা এবং মফস্বল সাংবাদিকতার অগ্রনী ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন।
সভায় বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের সাতক্ষীরার স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াজেদ কচি, সাতক্ষীরা জেলা সংবাদদাতা আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট জেলা সংবাদদাতা মোল্লা মাসুদুর রহমান, ফুলতলা উপজেলা সংবাদদাতা এস এম মুস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা সংবাদদাতা মোস্তফা শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা সংবাদদাতা মোস্তফা কামাল জাহাঙ্গীর, মংলা পোর্ট সংবাদদাতা মনিরুল ইসলাম দুুলু, আশাশুনি উপজেলা সংবাদদাতা জি এম মুজিবুর রহমান, কালীগঞ্জ উপজেলা সংবাদদাতা মো: রবিউল ইসলাম, তালা উপজেলা সংবাদদাতা এম এম হায়দার আলী, কলারোয়া উপজেলা সংবাদদাতা এ্যাড: আব্দুল হামিদ। এসময় বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির মহাসচিব মো: আজগর হোসেন, মানবাধিকার জোটের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ উপস্থিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া খুলনা রিপোর্টার্স ক্লাবের সভাপতি বি এম রাকিব হাসান ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সভার সঞ্চালকের দায়িত্বপালন করেন খুলনা ব্যুরোর জুনিয়র স্টাফ রিপোর্টার মো: মাসুদ রানা। উপস্থিত সাংবাদিকরা দীর্ঘদিন পরে একত্রিত হতে পেরে এবং দৈনিক ইনকিলাবের মত একটি নির্ভীক পত্রিকার সদস্য হতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনকিলাব

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ