নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : গতির বিবেচনায় পেসার তাসকিন, অভিজ্ঞতার বিচারে বাটসম্যান সাব্বির, পেস ভালো খেলার কারনে ওপেনার ইমরুল আর সাকিব যদি খেলতে না পারেন তার পরিবর্তে স্পিন অলরাউন্ডার মিরাজ। চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও অধিনায়ক হিসেবে দলে আছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে না পারা সাকিব আল হাসান। গতকাল বিকেলে মিরপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ঘোষিত ১৬ সদস্যের নিদাহাস ট্রফির বাংলাদেশ দল নিয়ে আলোচনায় এই চারটি পরিবর্তন। সম্প্রতি ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিল অনেক পরিবর্তন। ছিল নতুন মুখের ছড়াছড়ি। এবার শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলেও অদল বদলের মিছিল। দল থেকে বাদ পড়েছেন পাঁচজন। ফিরেছেন চারজন।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়ন্টি সিরিজে অভিষেক হয়েছিল ছয়জন ক্রিকেটারের। তাদের মধ্যে তিনজনই বাদ পড়েছেন নিদহাস ট্রফির দল থেকে। এক ম্যাচ খেলেই তাই ছিটকে গেলেন জাকির হাসান, আফিফ হোসেন ও মেহেদী হাসান। বাদ পড়েছেন অনেকদিন পর ওই সিরিজে দলে ফেরা মোহাম্মদ মিঠুন। খারাপ ফর্মের জন্য বাদ দেওয়া হয়েছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুলের টি-টোয়েন্টি দলে জায়গা হারানো ছিল বিস্ময়কর। কোনো কিছু না করেই এক সিরিজ পর ইমরুল ও তাসকিনের ফেরাটাও অবাক করা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে ৫ ওভারে ৬২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন পেসার তাসকিন। সেই দুই ম্যাচে ইমরুল করেন মাত্র ১৬ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে কখনও সেভাবে সাফল্য পাননি এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৩ ইনিংসে মাত্র ৯.১৫ গড়ে তার রান ১১৯। তবুও তৃতীয় ওপেনার হিসেবে ডাক পেয়েছেন দলে।
শেষ চার ম্যাচে খরুচে বোলিংয়ে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচে ২ ওভারে ২০ রান দেন তিনি। পরের ম্যাচে ৪ ওভারে ৫৩। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ২ ওভারে দেন ৩৩। পরেরটিতে ৪ ওভারে ৪৬। প্রথম সুযোগ কাজে লাগাতে পারেননি জাকির, আফিফ ও মেহেদি। বাদ পড়েছেন তিন জনই। দুই ম্যাচে তিন রান করলেও টিকে গেছেন আরিফুল হক।
সাকিবের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহকে করা হয়েছে সহ-অধিনায়ক। মিনহাজুল জানান, সাকিবের সেরে উঠতে আরও ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে। এখনও ফোলা রয়ে গেছে। তাই বাড়তি হিসেবে নেওয়া হয়েছে মিরাজকে, ‘সাকিব সেরে উঠলে আমরা ১৫ জনের দল দিতাম। তার কাভার হিসেবে আমরা অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজকে দলে নিয়েছি।’ সফরের শুরুর দিকের কয়েকটি ম্যাচে নাও খেলতে পারেন সাকিব বলে জানালেন নান্নু, ‘সাকিবের বল করতে কোন সমস্যা নেই। ব্যাটিংয়ে একটু সমস্যা আছে। সবচেয়ে আদর্শ হবে যদি তাকে আরও ৮-১০ দিন বিশ্রামে রাখা যায়। ওর কিন্তু এমনিতে কোন সমস্যা নাই। একটু ফুলে যাচ্ছে। (আঙুল)। সো সাকিবকে নিয়ে তাই আমরা রিস্ক নিতে পারি না। সাকিবের সাথেও আমরা বসেছিলাম। আল্টিমেটলি আমরা ১৫ জনের জায়গায় ১৬ জনের একটা স্কোয়াড দিয়ে দিচ্ছি। আমাদের বদ্ধমূল ধারণা সে খেলবে কিন্তু এমনও হতে পারে যে একটু-দুটো ম্যাচ নাও খেলতে পারে। সেক্ষেত্র ব্যবস্থা নিয়ে রেখেছি।’
ছোট ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড খুব একটা সুখকর নয়। গত বছর মার্চে শ্রীলঙ্কা সফর মাশরাফির বিদায়ী ম্যাচে সর্বশেষ টি-টুয়েন্টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। আর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিরজে হোয়াইটওয়াশের স্মৃতি তো এখনো তরতাজা। টি-টুয়েন্টির এই বাস্তবতা গুলো বেশ ভালোই জানা প্রধান নির্বাচকের। তবে টি-টুয়েন্টি নামক বিপদ থেকে রাতারাতি মুক্ত পাওয়ার আশা করছেন না তিনি। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য ধরা দেয়, তাই তো ২০২০ বিশ্বকাপে চোখ রেখেই প্রতিটি পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট কর্তারা, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে কিন্তু আমাদের পারফরম্যান্স এখনো খুব ভালো নয়। সে হিসেবে আপনাকে যেটা বললাম যে, বিশ্বকাপ নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। এখন আমরা যদি ১৮ জনের একট পুল রেডি করে ফেলতে পারি, সেটা আমাদের জন্য ভালো হবে।’
আসন্ন নিদাহাস ট্রফিকেও অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের রোডম্যাপের মধ্যেই পড়ছে। আর শ্রীলঙ্কা ও ভারতের সাথে এই টুর্নামেন্টে বাংলাদেশ লড়াই করবে, এমন বিশ্বাস রাখেন নান্নু। আত্মবিশ্বাস নিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি হোপফুল। আশা করি এই দলটা ভালো করবে। আমরা ফাইট করার জন্যই দল রেডি করেছি।’
কলম্বোয় ৬ মার্চ শুরু হবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে নিদাহাস ট্রফি।
নিদাহাস ট্রফির বাংলাদেশ দল : সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান অপু, আবু হায়দার রনি, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।