Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুয়া ব্যাংক ঋণ নিয়ে হজে গেলে কঠোর ব্যবস্থা

ইনকিলাবের সাথে একান্ত সাক্ষাতকারে ধর্মমন্ত্রী

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

শামসুল ইসলাম : ভুয়া ব্যাংক ঋণ নিয়ে হজে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি’র বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। যার আর্থিক সামর্থ রয়েছে কেবল তিনিই হজ পালন করতে সউদী আরবে যাবেন। ব্যাংক থেকে ঋণের নামে হজ প্যাকেজের পুরো টাকা জমার হওয়ার মিথ্যার আশ্রয় নিয়ে হজে যাওয়ার কোনো বিধান নেই। গত হজ মৌসুমে এ ধরনের কিছু প্রবণতা লক্ষ্যকরা গেছে। চলতি বছর ব্যাংক ঋণ দেখিয়ে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করার সুযোগ দেয়া হবে না। কোনো বাণিজ্যিক ব্যাংক বেসরকারী হজ এজেন্সি’র সাথে আতাঁত করে হজযাত্রীদের ঋণ দেয়ার নামে নিবন্ধনের সুযোগ দিলে দায়ী ব্যাংক গুলোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। কোনো ব্যাংক হজ এজেন্সি বা হজযাত্রীকে হজ বাবদ কোনো প্রকার ঋণ প্রদান করতে পারবে না । কোনো ব্যাংক যাতে হজ এজেন্সি বা হজযাত্রীকে হজ বাবদ ঋণ প্রদান করতে না পারে সে বিষয়টি বাংলাদেশ ব্যাংক তদারকি করবে। গতকাল সোমবার রাতে ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান তাঁর সরকারী বাসভবনে দৈনিক ইনকিলাবের সাথে একান্ত সাক্ষাতকারে একথা বলেন।
গতকাল মন্ত্রিসভার বৈঠকে একটি সুন্দর জাতীয় হজ ও ওমরাহ নীতি (হজ প্যাকেজসহ ১৪৩৯ হিজরী/২০১৮) অনুমোদন দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ধর্মমন্ত্রী । সকলের সার্বিক সহযোগিতায় এবার সকল রেকর্ড ভঙ্গ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হজ ব্যবস্থাপনার কার্যক্রম সম্পন্ন হবে বলেও ধর্মমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান বলেন, বার বার চেষ্টা করেও হজযাত্রীদের বিমান ভাড়া কমানো সম্ভব হয়নি। সউদী আরবে বিভিন্ন ট্যাক্স বৃদ্ধি, সউদী রিয়াল ও মার্কিন ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় হজযাত্রীদের বিমান ভাড়া বেড়েছে। ধর্মমন্ত্রী বলেন, হজ নিয়ে প্রতারণা রোধ এবং মধ্যসত্বভোগি গ্রæপ লিডারদের অপতৎপরতা বন্ধের লক্ষ্যে হজ প্যাকেজের পুরো টাকা জমা নেয়ার বিধান রেখেই প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। এতে আল্লাহর মেহমান হজযাত্রীদের ভোগান্তি লাঘব এবং হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে। ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ধর্ম মন্ত্রণালয় ও হাব যৌথভাবে সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হজ নিয়ে কেউ অনিয়ম দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ২০১৭ সনের হজে যেসব বেসরকারী হজ এজেন্সি বাংলাদেশে ও সউদী আরবে নানা অনিয়ম ও প্রতারণার আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে তিনটি তদন্ত কমিটি গঠন করে শাস্তিমূলক ব্যবস্থার কাজও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রত্যেক হজ এজেন্সিকে অবশ্যই সউদী আরবের বিধি-বিধান মেনে মক্কা-মদিনায় বাড়ী-হোটেল ভাড়া করতে হবে। হজযাত্রীদের বাড়ী ভাড়ার অর্থ সউদী সরকারের নির্দেশনা মোতাবেক আইবিএএন-এর মাধ্যমে পরিশোধ করতে হবে। কোনোক্রমেই তাসরিয়া/তাসনিফ ব্যতিত বাড়ী বা হোটেলের সাথে চুক্তি করা যাবে না। তিনি বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থেই মক্কা-মদিনার বাড়ী ভাড়া রমজান মাসের ১৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রিন্সিপাল মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে চলছে। দেশের মানুষের মাথাপিছু আয় দিন দিন বাড়ছে। তিনি বলেন, জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ ছিল গত বছরে। সাময়িক হিসাব থেকে ৮ ডলার বেড়ে দেশের মানুষের মাথাপিছু আয় এখন ১ হাজার ৬শ’ ১০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। ধর্মমন্ত্রী বলেন, মানুষের অর্থনৈতিক উন্নতি হওয়ার কারণে দিন দিন হজযাত্রীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, হজ ব্যবস্থাপনার বিষয়টি দেশের ভাব-মর্যাদার সাথে সম্পৃক্ত। তিনি সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার কার্যক্রমে আঞ্জাম দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনকিলাব

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ