বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে জানালার গ্রীলের সাথে গলায় ফাঁস লাগানো এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহতের স্বামী আহসান হাবিবকে। গতকাল সোমবার দুপুরে সাভারের সোবাহানবাগ এলাকার এখলাস উদ্দিনের ভাড়া দেয়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত হাসিনা বেগমের (২৮) বাড়ি দিনাজপুর জেলার খাঁনসামা থানার টংগুয়া গ্রামে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেম জানান, ঘরের একটি কক্ষে জানালার গ্রীলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ওই গৃহবধূর সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার পা মেঝেতে লাগানো ছিল। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাচ্ছেনা বলে জানিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আহসান হাবিবকে থানায় আনা হয়েছে। প্রতিবেশী ভাড়াটিয়ারা জানান, ওই গৃহবধূকে হত্যা করে লাশ জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।