Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার সুপরিকল্পিত কৌশলে এগোচ্ছে -অলি আহমেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ৯:২৯ পিএম

সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার সুপরিকল্পিত কৌশলে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি অলি আহমেদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ খা‌লেদা জিয়া‌কে কারাগা‌রে ব‌ন্দি‌ রে‌খে সুপ‌রিকল্পিতভা‌বে যে কৌশ‌লে এগু‌চ্ছে তা বিএন‌পি না বুঝ‌লেও আমরা বুঝি।’‘শুধু তাই নয়, সরকারের মন্ত্রী-এমপিদের কথাবার্তা শুনেও স্পষ্ট বুঝতে পার‌ছি, বিএন‌পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আদৌ সহজে মু‌ক্তি দেওয়া হবে না। খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অলি আহমেদ এসব কথা ব‌লেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ও সংকটে আগামী জাতীয় নির্বাচন’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ নামের একটি সংগঠন।

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার বিকল্প নেই জানিয়ে অলি আহমেদ বলেন, ‘বিএনপির কিছু কিছু নেতা বলেন আজ, কাল খালেদা জিয়ার জামিন হয়ে যাবে। কিন্তু তারা কীসের ভিত্তিতে বলেন সেটা তারাই ভালো জানেন। যেখা‌নে সরকার এই-সেই ক‌রে জনগণ‌কে বু‌ঝি‌য়ে দি‌চ্ছে। তাই খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের জন্য এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাকে কারাগার থেকে মুক্ত করে আনতে হবে। এর কোনো বিকল্প নেই,’ বলেন তিনি।

অলি আহমেদ বলেন, ‘এক-এগারোতে অনেক রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমান সরকারের অনেক নেতার বিরুদ্ধেও মামলা হয়েছিল। কিন্তু রাজনৈতিক বিবেচনায় তাদের মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। আর খালেদ জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো চালু রেখে হয়রানি করা হচ্ছে।’

নেতা-কর্মীদের উদ্দেশ করে ২০ দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি ও ২০ দল নির্বাচনে অংশ নিবে কি না? কারণ এখন ঐক্যবদ্ধ হতে না পারলে আন্দোলন সফল হবে না।’

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন আর কারো জেলে যাওয়ার দরকার নাই। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোনো সংঘাতে জড়ানো যাবে না।’

সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, এলডিপির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

 

 



 

Show all comments
  • Mohammad Anisur Rahman ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪৫ এএম says : 0
    Please check the date and time of published. of news
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অলি আহমেদ

১৭ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ