Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিজ্ঞদের ফেরানোর আভাস

বাংলাদেশ দল ঘোষনা আজ

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল ছয় জনের। তবে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের দলে অভিজ্ঞদের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ। কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশকে নিয়ে মার্চে হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস কাপ। আজ সেই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
তার আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক মাহমুদ জানান, যৌক্তিক কারণেই এবার ফিরতে হবে অভিজ্ঞদের দিকে, ‘পুরানো প্লেয়ার, যারা অভিজ্ঞ তাদের দিকে ফিরে যেতে হবে। নিদাহাস কাপে ভারত আছে, শ্রীলঙ্কা আছে। আর আমরা টুর্নামেন্ট খেলব দেশের বাইরে। তাই একটু অভিজ্ঞতা প্রয়োজন হবে বলে আমি মনে করি।’
সবশেষ সিরিজে অভিষেক হয় আফিফ হোসেন, মেহেদি হাসান, জাকির হাসান, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদের। মাহমুদের কাছে তাদের এই সুযোগ পাওয়া ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের যথাযথ মূল্যায়ন, ‘সেই সিরিজে আমরা কোনো এক্সপেরিমেন্ট করিনি। আমরা পারফরম্যান্সকে মূল্যায়ন করার চেষ্টা করেছিলাম। ওরা সবাই রোমাঞ্চকর ক্রিকেটার, ভবিষ্যতের ক্রিকেটার। আমাদের তো কোনো না কোনো জায়গায় তরুণদের এক্সপোজার দিতে হবে। আমি মনে করি, টেস্ট ও ওয়ানডে আমরা খুব ভালো খেলি। ওখানে না করে শুরু করতে হবে টি-টোয়েন্টি দিয়ে।’
বাংলাদেশ দলে টি-টোয়েন্টি কাপ্তানির পদ থেকে গতবছর শ্রীলঙ্কা সফরে সরে দাঁড়ান মাশরাফি বিন মর্তুজা। নিজের অনিচ্ছায় টিম ম্যানেজম্যান্ট আর বোর্ডের ইচ্ছাতেই যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা ছিল একরকম ‘ওপেন সিক্রেট’। ভাগ্যের কি নির্মম পরিহাস আরেকটি শ্রীলঙ্কা সফর শুরু হওয়ার ঠিক আগেই আবার মাশরাফির দুয়ারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁকে আবারও ছোট ফরম্যাটের দলে চাইছেন বিসিবি বস ও টিম ম্যানেজম্যান্ট। কারণ, শ্রীলঙ্কার কাছে ঘরের মাঠে নাস্তানাবুদ হওয়ার পর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অনুধাবন করেছে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে তাদের যে দৈন্যতা তা দূরীকরণে মাশরাফির বিকল্প নেই।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে আবাহনীর হয়ে খেলছেন মাশরাফি। যার কোচ সুজন নিজেই। সুজন একথা ভাল করেই জানেন, মাশরাফির ‘না’ কখনো হ্যাঁ হয় না। তবে এবার তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এলে আখেরে তা দেশের জন্যই ভাল হবে জানালেন সুজন, ‘আমি মনে করি মাশরাফি দেশের জন্য সবসময় চিন্তা করে দেশের জন্যই ক্রিকেট খেলে, দেশের জন্যই খেলেছে সবসময়। তারপরও এটা ওর ব্যক্তিগত ব্যাপার যেটাকে আমাদের সম্মান করতেই হবে। যেহেতু ও অবসর নিয়েছে সেখান থেকে ফিরে আসবে কি না এটা বড় ব্যাপার। যদি আসে তবে খুবই ভালো, যদি না আসে তাহলে ওর সিদ্ধান্তকে অবশ্যই সন্মান করি। ও যে সিদ্ধান্ত নেবে সেটা ওর জন্য ভালো এবং দেশের ভালোর জন্যই নেবে।’
খেলোয়াড় হিসেবে না হলেও ৬ মার্চ থেকে শুরু হওয়া তিন জাতির এই টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টে তাকে দলের মেন্টর হিসেবে রাখার একটি গুঞ্জন ইতোমধ্যেই শিরোনাম হয়েছে মিডিয়ায়। কারণ হাথুরু যাওয়ার পর শূন্য বাংলাদেশের হেড কোচের আসন। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক দলপতি ও সদ্য সমাপ্ত দুই সিরিজে টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর সুজন যেখানে কারণ হিসেবে দাঁড় করালেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগকে। এ প্রসঙ্গে সুজন বলেন, ‘যেহেতু মাশরাফি প্রিমিয়ার লিগে খেলছে তাই কোনো সুযোগই নেই। তার ক্লাব এটা মেনে নেবে না।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ