নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আগামী ১৯ নভেম্বর হংকংয়ে শুরু হতে যাওয়া আট জাতির এএইচএফ বা এশিয়ান হকি ফেডারেশন কাপের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। গতকাল ঘোষিত এ দলটি আগামীকাল হংকংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বলেও জানানো হয়েছে। আসরে বাংলাদেশ খেলবে গ্রæপ ‘এ’তে। যেখানে তাদের সঙ্গী হিসেবে আছে, চাইনিজ তাইপে, হংকং ও ম্যাকাও। এছাড়া বি-গ্রæপে আছে, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড ও উজবেকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে। ২১ নভেম্বর তারা খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে। ম্যাকাওর বিপক্ষে গ্রæপের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ২৩ নভেম্বর। এরপর ২৫ নভেম্বর বিরতি দিয়ে ২৬ নভেম্বর থেকে শুরু হবে প্রাক-স্থান নির্ধারণী ম্যাচ। আর ২৭ নভেম্বর স্থান নির্ধারণী ম্যাচগুলো দিয়ে পর্দা নামবে এই আসরের।
দল : গোলরক্ষক : জাহিদ হোসেন ও অসিম গোপ। ডিফেন্ডার : মামুনুর রহমান চয়ন, আশরাফুল, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, ইমরান হাসান পিন্টু ও তাপস বর্মন। মিডফিল্ডার : রেজাউল করিম বাবু, সারোয়ার, রুম্মন হোসেন, কামরুজ্জামান রানা ও মিলন হোসেন। ফরোয়ার্ড : কৃষ্ণ কুমার, রাসেল মাহমুদ জিমি, পুস্কর খিসা মিমো, হাসান জুবায়ের নিলয় ও মাইনুল ইসলাম কৌশিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।