নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার :নিদাহাস ট্রফিতে টি-টুয়েন্টি ক্রিকেটের অনিশ্চয়তায় আস্থা রাখতে চাইছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে সিরিজে কোন দলকেই ফেভারিট বলছেন না তিনি।
বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারলেও টাইগারদের বর্তমান ফর্ম খুব একটা ভাবাচ্ছে না তাকে। কয়েক ওভারের ম্যাচের মর ঘুরতে পারে, এই ভাবনায় আশা দেখছেন বাংলাদেশের টি-টুয়েন্টি নিউক্লিয়াস সাকিব, ‘টি টোয়েন্টি ফরম্যাটে আসলে আমার কোনো দলকে ফেভারিট বলে মনে হয় না। যেকোনো দল যেকোনো দলকে হারাতে পারে। ঐ দিনটি আসলে ভালো খেলার ওপর নির্ভর করে। আর পুরো ৪০ ওভারই যে ভালো খেলতে হয় সেটা না। কয়েকটা ওভারের ভেতরে আসলে খেলাটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়, কয়েকটা বলেও আসলে চেঞ্জ হয়ে যায়। এই কারণে আসলে কেউ খুব বেশি ফেভারিট আছে বলে আমার মনে হয় না। সবাই যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে আমাদেরও ভালো ফলাফল করার সম্ভাবনা আছে।’
তবে নিদাহাস ট্রফি সাকিবের কাছে ভিন্ন কারনে আলাদা গুরুত্ব পাচ্ছে। এই সা¤প্রতিক পারফর্মেন্স বাজে হওয়া নিদাহাস ট্রফিকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখছেন তিনি, ‘এই টুর্নামেন্টেটি একদিক থেকে অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের সর্বশেষ পারফর্মেন্সটি যেহেতু অতটা ভালো ছিলো না, এখানে ভালো কামব্যাক করার সুযোগ আছে আর কামব্যাক করতে পারলে পুরো বছরটাই ভালো যাওয়ার একটা সম্ভাবনা আছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।