নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার গেøন ম্যাক্সওয়েলের সঙ্গে সাকিব আল হাসানের লড়াইটা বেশ জমে উঠেছে। আইসিসি র্যাঙ্কিংয়ে ২০১৬ সালের সেপ্টেম্বরে সাকিব আল হাসানকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন একবার এ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। এরপর তাকে পেছনে ঠেলে শীর্ষে উঠেছিলেন সাকিব। মাঝে আরও একবার সাকিবকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু সাকিবকে খুব বেশি দিন পেছনে রাখা যায়নি। আবারও উঠেছিলেন শীর্ষে।
সর্বশেষ তৃতীয়বারেরমত টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবকে পেছনে ফেলে তৃতীয়বারের মতো শীর্ষে উঠে এলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গেøন ম্যাক্সওয়েল। সাকিবের দুর্ভাগ্য, হাতের ইনজুরির কারণে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারেননি। খেলতে পারলে হয়তো ম্যাক্সওয়েল এবারেরমত তাকে পেছনে ফেলতে পারতো না।
সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে ট্রান্স তাসমান ত্রিদেশীয় সিরিজে গেøন ম্যাক্সওয়েল ২৩৩ রান করার পাশাপাশি নিয়েছেন ৩ উইকেট। এ কারণেই মূলতঃ সাকিব আল হাসানকে পেছনে ফেলে শীর্ষে উঠতে পারলেন অস্ট্রেলিয়ার এ অলরাউন্ডার। ম্যাক্সওয়েলের রেটিং পয়েন্ট এখন ৩৯৬। অন্যদিকে সাকিবের রেটিং পয়েন্ট ৩২৬। ২৯২ পয়েন্ট নিয়ে তৃতীয় রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।
ওয়ানডের মত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েরও শীর্ষে উঠেছেন আফগানিস্তানের বিস্ময়কর লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫ উইকেট নিয়ে শীর্ষে উঠলেন তিনি। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠলেন নিউজিল্যান্ডের কলিন মুনরো।
টি-২০ সিরিজও ভারতের
স্পোর্টস ডেস্ক : ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ ৫-১ ব্যবধানে জয়ের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ২-১ ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করলো ভারত। পরশু রাতে তৃতীয় ও শেষ টি-২০তে প্রোটিয়াদের ৭ রানে হারায় রোহিত শর্মার দল।
পিঠের ইনজুরির কারণে এদিন একাদশে ছিলেন না দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শেখর ধাওয়ান ও সুরেশ রায়নার দুটি চল্লিশোর্ধো ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৭২ রানের সংগ্রহ গড়ে ভারত। জবাবে ৬ উইকেটে ১৬৫ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। ডেভিড মিলারের ধীর ব্যাটিংই মূলত ডুবিয়েছে প্রোটিয়াদের। ২৩ বলে ২৪ রান করেন মিলার, যা তার নামের পাশে একেবারেই বেমানান। শেষ দিকে অভিষিক্ত ক্রিশ্চিয়ান জোনকার (২৪ বলে ৪৯) ও ফারহান বেহার্ডিনের (৬ বলে ১৫) ঝড়ো ব্যাটিংও সেই শূন্যতা পূরণ করতে পারেনি। অধিনায়ক ডুমিনি করেন সর্বোচ্চ ৫৫ রান।
ভারত : ২০ ওভারে ১৭২/৭ (ধাওয়ান ৪৭, রাইনা ৪৩, পান্ডিয়া ২১; ডালা ৩/৩৫, মরিস ২/৪৩)। দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১৬৫/৬ (ডুমিনি ৫৫, জোনকার ৪৯ : ভুবনেশ্বর ২/২৪)। ফল : ভারত ৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : সুরেশ রায়না (ভারত)। সিরিজ : তিন ম্যাচে ভারত ২-১ ব্যবধানে জয়ী। ম্যান অব দ্য সিরিজ : ভুবনেশ্বর কুমার (ভারত)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।