নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ডিসিপ্লিনারী কমিটির সিদ্ধান্ত আপিল বিভাগেও বহাল থাকল। ফলে এক বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধই থাকছেন রহমতগঞ্জের কোচ কামাল আহমেদ বাবু। সেই সঙ্গে তাকে এক লাখ টাকাও অর্থজরিমানা দিতে হবে। স্বাধীনতা কাপের সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলার এক পর্যায়ে মাঠে প্রবেশ করেছিলেন কামাল বাবু। মাঠে গিয়ে রেফারি ও সহকারি রেফারির সঙ্গে বাজে ব্যবহার করেন বলে অভিযোগে জানানো হয়। এমন ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশরে (বাফুফে) ডিসিপ্লিনারী কমিটি কামাল বাবুকে এক বছরের জন্য ফুটবল সংশ্লিষ্ট সকল কাজ থেকে নিষিদ্ধ করেছিল। এই সিদ্ধান্তের বিপরীতে কামাল বাবু আপিল করেছিলেন। গতকাল আপিল কমিটির সভায় ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তকেই বহাল থেকেছে। শাস্তির মেয়াদ না কমলেও আপিল কমিটি আর্থিক জরিমানা বিশেষ বিবেচনায় দু’লাখের পরিবর্তে এক লাখ টাকা নির্ধারন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।