Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে মাদক ছেড়ে দেওয়া ৬০ যুবকের উপলব্ধি

মাদক তাদের সর্বনাশ করেছে

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

যশোর ব্যুরো : মাদকের টাকা ম্যানেজ করতে ঘরের চাল চুরি করেছে, এক পর্যায়ে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। বন্ধু, আত্মীয় কেউই তার পাত্তা দিত না। সবার লাথিঝাটা খেতে হতো, মাদক তাদের সর্বনাশ করেছে, এমন নানা ধরণের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরেছে মাদক ছেড়ে দেওয়া যশোরের ৬০ যুবক। জীবনে তাদের ক্ষতি হয়েছে অপুরণীয়। মাদকাসক্ত ৬০ যুবক মাদক নিরাময় কেন্দ্র থেকে স্বাভাবিক জীবনে পথ চলতে পেরে ভিন্ন সুখ ও অনুভুতির কথা জানায় যশোর দড়াটানায় এক মানববন্ধনে।
তারা মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য এই আয়োজন করে। এর উদ্যোক্তা ঢাকা আহছানিয়া মিশন।
আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুর্নবাসন কেন্দ্র যশোরের সেন্টারের ম্যানেজার আমিরুজ্জামান লিটন মাদকসেবীদের চিকিৎসা সহায়তা দেওয়ার প্রতিশ্রæতি দেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের খুলনা বিভাগীয় ফোকাল পারসন খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. হারুণ-অর-রশিদ, সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, মুক্তিযোদ্ধা অ্যাড. সালেহা বেগম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন এডাব যশোরের সদস্য সচিব শাহজাহান নান্নু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ