Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁ থেকে দূরপাল্লার সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা: নওগাঁ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দুরপাল্লার সকল রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বগুড়ার শাহ ফতেহ আলী বাসের মালিক পক্ষ ও নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্ব›েদ্বর জের ধরে গত শনিবার রাত থেকে দুরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম লিটন জানান, মহাখালী থেকে নওগাঁর সাপাহার রুটে বগুড়া ও নওগাঁ শ্রমিক ইউনিয়নের দুটি বাস সমঝোতা চুক্তির মাধ্যমে চলাচল করতো। গত কয়েক দিন ধরে বগুড়ার শাহ ফতেহ আলী বাসের মালিক পক্ষ চুক্তি ভঙ্গ করে নওগাঁর বাস গুলো বগুড়ার উপর দিয়ে আসতে বাধা দেওয়ার জের ধরে এ অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। আকস্মিক ভাবে দুরপাল্লার বাস চলাচল বন্ধ হওয়ায় এতে চরম বিপাকে পড়েছে এ সকল রুটে যাতায়াতকারী যাত্রীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্ধ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ