Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের বিরুদ্ধে তথ্য যুদ্ধ চলছে অপপ্রচার বিফল হবে : এরদোগান

ঘৌতায় হত্যাকান্ডের বিরুদ্ধে কোনো জোরালো প্রতিবাদ হচ্ছে না

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিশ্বব্যাপী যে অপপ্রচার চলছে, তা সফল হবে না বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, তুরস্কের বিরুদ্ধে তথ্য যুদ্ধ চলছে। মিথ্যা ও বিকৃত তথ্য উপস্থাপন করা হচ্ছে। গত শনিবার দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) প্রাদেশিক কংগ্রেসে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, সিরিয়ায় আমাদের অভিযান নিয়ে অপপ্রচার চালাতে তারা বিভিন্ন স্থূল ছবি ব্যবহার করছে। আমাদের বিরুদ্ধে প্রচার চালাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিকৃত ছবি উপস্থাপন করা হচ্ছে। সিরিয়ার আফ্রিন থেকে ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্ক ২০ জানুয়ারি অপারেশন অলিভ ব্রাঞ্চ শুরু করেছে। এ অভিযানে বেসামরিক লোকদের লক্ষ্য বস্তুতে পরিণত করা হচ্ছে না বলে জানিয়েছেন এরদোগান। তিনি বলেন, আমরা সাধারণ মানুষকে হামলা করি না। এ ধরনের প্রবণতা আমাদের রক্তে নেই। সিরিয়ার গৌতার পূর্বাঞ্চলে যে হত্যাকান্ড চলছে, তার বিরুদ্ধে কোনো জোরালো প্রতিবাদ হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এরদোগান প্রশ্ন রাখেন- গৌতায় যে হত্যাকাÐ চলছে, তা নিয়ে কোনো দেশ জোরালো প্রতিবাদ জানিয়েছে বলে আপনি শুনেছেন? তারা সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলেন। কিন্তু তারা গৌতার অধিবাসীদের অধিকার নিয়ে কিছু বলেন না। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ