Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় নিহত ৩

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ৩জন খুন হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের সোহাতা গ্রামে পূর্ব বিরোধের ঘটনায় প্রতিপক্ষের হাতে নূরে আলম (৪২) নিহত হয়। সে সোহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে। নিহত পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে নূরে আলমের সাথে একই গ্রামের শাহজালাল ও খলিলের বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় শাহজালাল ও খলিলের নেতৃত্বে ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল তার বাড়িতে প্রবেশ করে শ্বাসরোধ করে হত্যাকান্ড শেষে পালিয়ে যায়। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এদিকে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের ধানী জমি থেকে অজ্ঞাত (২০) এক তরুণীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে উপজেলার পত্তনের একটি বিলের রোপনকৃত ধানের জমি থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধারনা করা হচ্ছে পাশবিক নির্যাতনের পর তাকে দুর্বৃত্তরা নৃশংস ভাবে হত্যা করে। এদিকে ধর্মান্তরিত যুবক আব্দুল্লাহ মিয়ার (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সদর উপজেলার সুহিলপুর গ্রামের মাইজহাটির একটি পুকুর থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়। সে এ গ্রামের পালক পিতা সহিদ মিয়ার ছেলে। নিহতের পালিত মা হেনা বেগম জানান, আব্দুল্লা মিয়া (চিরঞ্জিত) অন্তত ১২ বছর আগে আখাউড়া রেলস্টেশনে পথশিশুর মত ঘোরাঘুরি করত। তখন তার বয়স ছিল ৬ বছর। হেনা বেগম তাকে দত্তক নেয়। তারপর হিন্দুধর্ম থেকে ধর্মান্তরিত হয় ইসলাম ধর্ম গ্রহণ করে। পরে তার নাম চিরঞ্জিত থেকে আব্দুল্লাহ মিয়া রাখা হয়। এরপর থেকে সে পালিত বাবা-মায়ের কাছে বড় হতে থাকে। শুক্রবার রাতে সে বাড়ি থেকে বের হয় বাড়ির পাশে পাঁচ পীরের মাজারে গান শুনতে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। শনিবার বাড়ির পাশে পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ