Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জলাতঙ্ক গুজবে আতঙ্ক

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটের আক্কেলপুরে গন্ডিমশাড়া গ্রামে কুকুরের কামড়ে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার শরীর থেকে জলাতঙ্ক রোগ গ্রামের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে এমন গুজবে আতঙ্কিত হয়ে পড়েছে ওই গ্রাম ছাড়াও পাশ্ববর্তী আরও দুটি গ্রামে। অঘোষিতভাবে বন্ধ রাখা হয়েছে ওই গ্রামের একটি বিদ্যালয়, এখন তিনটি গ্রামের শত শত মানুষ জলাতঙ্ক রোগ হয়েছে আতঙ্কে সকলে ছুটছেন কবিরাজ, ওঝা, পাতা ও প্যাথলজিতে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গন্ডিমশাড়া গ্রামে তিন মাস আগে কুকুড়ের কামড়ে আক্রান্ত হয়ে গেলে গত সোমবার নিজ বাড়িতে মারা যান উত্তম কুমার। মারা যাওয়ার পর থেকে ওই গ্রামে গুজব ছড়িয়ে পড়ে, ওই মৃত ব্যক্তির শরীর থেকে ছোয়াচে ভাবে জলাতঙ্ক রোগ গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে। আতঙ্কিত হয়ে রোগ সনাক্ত করতে গ্রামবাসীরা ছুটছেন কবিরাজ, ওঝা, পাতা ও প্যাথলজিতে। আতঙ্কিত হয়ে ছেলে মেয়েদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দেওয়ায় অঘোষিতভাবে ৮ দিনের জন্য বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনাটি জনমনে আতঙ্ক বিরাজে উৎসাহিত করছে পাশ্ববর্তী হোসেন নগর গ্রামের এক কলেজ শিক্ষক তথা ওঝা ও কবিরাজ। এমন পরিস্থিতিতে গ্রামবাসী সহায়তা চাইলেন সরকারের কাছে। অলৌকিক শক্তিতে জলাতঙ্ক রোগ সনাক্ত করছেন এমন দাবি করে তথাকথিত ওঝা ও কবিরাজ আক্কেলপুর ডিগ্রী কলেজের প্রভাষক বিদ্যুৎ কুমার মন্ডল বলেন জলাতঙ্ক আক্রান্ত মারা যাওয়া ব্যক্তির বিশ্বাসে অন্যজন আক্রান্ত হয়েছে কিনা তা আমি অলৌকিক ভাবে পরীক্ষা নিরিক্ষা করে দেখছি এবং আতঙ্কিত মানুষকে পরামর্শ দিচ্ছি। অপরদিকে ওই এলাকার শিক্ষার্থী সাফাত হোসেন বলেন অসুখের খবর শুনে আমাদের স্কুল বন্ধ দিয়েছে। এ ব্যাপারে জয়পুরহাট সিভিল সার্জন হাবিবুল হাসান তালুকদারের যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমি শুনেছি তাৎক্ষণিক ভাবে ওই এলাকায় মেডিক্যাল টিম পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে এলাকায় আর কোন আতঙ্ক নেই। জলাতঙ্ক কোন ছোঁয়াছে রোগ নয়; এতে আতঙ্কিত হবার কিছু নেই। দ্রæত পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলার ঊর্ধ্বতন এই চিকিৎসক কর্মকর্তা। এসব গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি এলাকাবাসীকে পরামর্শ দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আতঙ্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ