পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
সম্প্রতি চট্টগ্রামসহ সারাদেশে যে হারে সড়ক দুর্ঘটনা ঘটে চলছে এর মধ্যে বালুবাহী ট্রাকগুলোও কম দায়ী নয়। মানুষের জীবন কেড়ে নিতে যেন বালু পরিবাহী ট্রাকগুলো প্রতিযোগিতায় নামছে। এমনিতেই সড়ক পথে প্রতিনিয়তই দুর্ঘটনা বেড়ে চলছে। এর মধ্যে বালু পরিবহন করা গাড়িগুলো আতঙ্ক ছড়াচ্ছে প্রতিনিয়ত। বালু বহনকারী গাড়িগুলো বেপরোয়াভাবে ধুলো-বালি উড়িয়ে দ্রুত গতিতে চলার কারণে রাস্তা এবং রাস্তার দু’পাশের ঘর-বাড়ি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে; হুমকির মুখে জনস্বাস্থ্য। বালু ভর্তি ট্রাকে থাকে না কোনো পর্দা, যার ফলে বাতাসের কারণে ধুলো-বালি উড়তে থাকে। পেছনের গাড়ির কাচেও অনেক সময় গিয়ে পড়ে। ফলে চালককে সামনের রাস্তা দেখে পথ চলতে অসুবিধা হয়। এর ফলে যাত্রী বা পথচারীকে অনেক সময় দুর্ঘটনায় পড়ে। রিকশা কিংবা মোটর সাইকেলে যারা যাতায়াত করে তাদের এটা আরো বড় আতঙ্কের কারণ। এক পরিসংখ্যানে দেখা গেছে, গত দুই বছরে বালুবাহী ট্রাকের চাকায় অন্তত ২০ জন প্রাণ দিয়েছে। তাই বালুবাহী গাড়িগুলোকে শুধু রাতে কোনো নির্দিষ্ট সময়ে চলতে দেওয়া উচিত এবং বালুবাহী গাড়ির জন্য পর্দা বা তেরপাল দিয়ে ঢেকে রাখা বাধ্যতামূলক করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
মো. নেজাম উদ্দীন
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।